menu-iconlogo
huatong
huatong
avatar

কত নিশি গেছে নিদ হারা

লতা মঙ্গেশকরhuatong
Azam_7811384huatong
เนื้อเพลง
บันทึก
কত নিশি গেছে নিঁদহারা ওগো,

কত ফুল গেছে ঝরে।

বুঝি গো আমার সে কথাটি বলা

হয় নি তেমন করে।

~~~~~~~~~~~~~

ভ্রমর যে কথা, মাধবীর কানে,

চুপি চুপি বলে,কেউ কি তা জানে।

ভ্রমর যে কথা, মাধবীর কানে,

চুপি চুপি বলে,কেউ কি তা জানে।

শুধু দেখি তার সকল-মুকুল

মাধুরিতে ওঠে ভরে।

কত নিশি গেছে নিঁদহারা ওগো

কত ফুল গেছে ঝরে।

বুঝি গো আমার সে কথাটি বলা

হয় নি তেমন করে।

~~~~~~~~~~~~~~~

নীরব রাতের প্রহর চলেছে

বিরহ নিশ্বাস ফেলে।

ভাঙা এ বাসরে মিছে পথ চেয়ে

কী হবে প্রদীপ জ্বেলে~~

উষর মরুর দিগন্ত পানে,

আশার আলেয়া শুধু কাছে টানে।

উষর মরুর দিগন্ত পানে,

আশার আলেয়া শুধু কাছে টানে।

তারি ছলনায় পথ বেয়ে যায়

সারাটি জীবন ধরে।

কত নিশি গেছে নিঁদহারা ওগো

কত ফুল গেছে ঝরে।

বুঝি গো আমার সে কথাটি বলা

হয় নি তেমন করে।

~~~~~~~~~~~~~~~~~

เพิ่มเติมจาก লতা মঙ্গেশকর

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ