menu-iconlogo
huatong
huatong
avatar

আমি পারি না আর পারি না

সালাম সরকারhuatong
➳❥͜♥⃟❥─ᷞ─ⷶ─ᷢ─ⷶ❥࿐huatong
เนื้อเพลง
บันทึก
---আমি পারি না আর পারি না---

শিল্পীঃ- সালাম সরকার

আপলোডঃ- লারা

(দে লারা চিনি ছাড়া)

আমি পারিনা আর পারিনা

আমি কেন মরি না,

আজরাইল কি চিনেনা, আমারে রে।

আমি পারিনা আর পারিনা

আমি কেনো মরি না,

আজরাইল কি চিনেনা, আমারে রে

আমি পারিনা আর পারিনা।।

আমি হয়তো দুইদিন পরে মরবো

আগে মরলে কি ক্ষতি?

এ দুনিয়ার টালবাহানা

বুঝলাম নারে এক রতি।

হয়তো দুইদিন পরে মরবো

আগে মরলে কি ক্ষতি?

এ দুনিয়ার টালবাহানা

বুঝলাম নারে এক রতি।

ঘরেরো রমণী যেন কাল নাগি

ঘরেরো রমণী যেন কাল নাগি,

ভুজঙ্গিনী পিছু ছাড়লোনারে।

আমি পারিনা আর পারিনা

আমি কেন মরি না,

আজরাইল কি চিনেনা, আমারে রে,

আমি পারিনা আর পারিনা।।

আমার শিশু কালটাই ছিলো ভালো

থাকতাম মায়ের কোলে ..

ছিলো না সংসারের জ্বালা

সবই ছিলাম ভুলে।

শিশু কালটাই ছিলো ভালো

থাকতাম মায়ের কোলে ..

ছিলো না সংসারের জ্বালা

সবই ছিলাম ভুলে।

দেখা দিছে যৌবনে

বাতাস লাগছে ফাগুনে,

দেখা দিছে যৌবনে

বাতাস লাগছে ফাগুনে,

পুড়ি প্রেম আগুনে

কেউ দেখে না রে।

আমি পারিনা আর পারিনা

আমি কেন মরিনা,

আজরাইল কি চিনেনা, আমারে রে,

আমি পারিনা আর পারিনা।।

পুত্র কন্যা শুভসন্ত

লইয়া দিন কাটাই ..

একটা শাওনের আগুনে

আমি পুইড়া হইলাম ছাই।

পুত্র কন্যা শুভসন্ত

লইয়া দিন কাটাই ..

একটা শাওনের আগুনে

আমি পুইড়া হইলাম ছাই।

এইডায় শুনেনা কথা

দেয় মনে ব্যথা,

শুনেনা কথা দেয় মনে ব্যথা,

সালামের মায়া মমতা লাগলো না রে।

আমি পারিনা আর পারিনা

আমি কেনো মরিনা,

আজরাইল কি চিনে না, আমারে রে,

আমি পারি না আর পারি না

আমি কেনো মরি না

আজরাইল কি চিনে না আমারে রে

আমি পারি না আর পারি না

আমি কেনো মরি না

আজরাইল কি চিনে না আমারে রে,

আমি পারি না আর পারি না......

---দে লারা চিনি ছাড়া----

เพิ่มเติมจาก সালাম সরকার

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ