menu-iconlogo
huatong
huatong
aarti-mukherji-ogo-bondhu-amar-cover-image

ওগো বন্ধু আমার ogo bondhu amar

Aarti Mukherjihuatong
pansy_401huatong
เนื้อเพลง
บันทึก
শিরোনাম :ওগো বন্ধু আমার

ছবি..বন্ধু

প্লিজ!কেউ কপি করবেন না।

স্মুলের পরিবেশ সুন্দর রাখা

আপনার আমার একান্ত দ্বায়িত্ব।

এই মাটির বন্ধু মেঘ,

আর মেঘের বন্ধু বৃষ্টি

বৃষ্টির বন্ধু শ্রাবন

যে বাঁচিয়ে রাখে সৃষ্টি

এই মাটির বন্ধু মেঘ,

আর মেঘের বন্ধু বৃষ্টি

বৃষ্টির বন্ধু শ্রাবন

যে বাঁচিয়ে রাখে সৃষ্টি

এই সৃষ্টির মাঝে..আমি...

আজ আমার বন্ধু তুমি

ওগো বন্ধু আমার

সোনা বন্ধু আমার

ওগো বন্ধু আমার

আমি বন্ধু তোমার....

ইস্মুলের ভাই ও বোনদের অনুরোধে

এই গানটা এনেছি প্লিজ কেউ কফি

করবে না প্লিজ কেউ পুল ও শর্ট

রি আপলোড করবেন না ধন্যবাদ

দিচ্ছে সময় হামা গুড়ি

চলছে..এগিয়ে...

স্বপ্ন আশার দোলনা মনে

দিলাম দুলিয়ে

A পর...

আপেল

B পর...

বন্ধু.....

দিচ্ছে সময় হামা গুড়ি

চলছে...এগিয়ে..

স্বপ্ন আশার দোলনা মনে

দিলাম দুলিয়ে

এই মনের বন্ধু আশা

মুখের বন্ধু ভাষা

চোখের বন্ধু স্বপ্ন

আর বুকের ভালোবাসা

সে ভালোবাসা যে তুমি....

আজ তোমার বন্ধু আমি

ওগো বন্ধু আমার

সোনা বন্ধু আমার

ওগো বন্ধু আমার

আমি বন্ধু তোমার

গানটা ভালো লাগলে সবাই

লাইক,,কমেন্ট করবেন,নতুন গান এর

জন্য সংবুক থেকে ঘুরে আসতে পারেন

ধন্যবাদ

হাসছে সময় চাঁদের মত,জ্যোৎছস্না ছড়িয়ে..

মিষ্টি মধুর আদৌ কথায় হৃদয় ভরিয়ে...

ও.হাসছে সময় চাঁদের মত,জ্যোৎছস্না ছড়িয়ে.

মিষ্টি মধুর আদৌ কথায় হৃদয় ভরিয়ে..

ঐ পাখির বন্ধু বাতাস

বাতাসের বন্ধু আকাশ

আকাশ এর বন্ধু সূর্য

যার আলোয় দিনের প্রকাশ

ঐ সূর্যের বন্ধু তুমি....

আর তোমার বন্ধু আমি

ওগো বন্ধু আমার

তুমি বন্ধু আমার

ওগো বন্ধু আমার

সোনা বন্ধু আমার

গানের শেষে একটা লাইক তো পেতে পারি

เพิ่มเติมจาก Aarti Mukherji

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ