menu-iconlogo
huatong
huatong
avatar

বহু দিনের পিরিত গো বন্ধু

Abdul Alimhuatong
Reza_Khan_BPMC_15huatong
เนื้อเพลง
บันทึก
বহু দি-নের পিরিত গো বন্ধু

একি দিনে ভেঙ্গোনা...

বহু দি-নের পিরিত গো বন্ধু

একি দিনে ভেঙ্গোনা

একি দিনে ভেঙ্গোনা গো…

হায়রে একি দিনে ভেঙ্গোনা গো..

একি দিনে ভেঙ্গোনা

বহু দি-নের পিরিত গো বন্ধু

একি দিনে ভেঙ্গোনা..

কে যেরে ভাই বংশী ওয়ালা....

বাজাও বাঁশী দুপুর বেলা

আরো একেলা....

তোমার,বাঁশীর সুরে

মন ও হরে গো..

তোমার,বাঁশীর সুরে

মন ও হরে গো.....

ঘরে রইতে দি-লনা..

বহু দি-নের পিরিত গো বন্ধু

একি দিনে ভেঙ্গোনা

বন্ধু আমার আলারে ভোলা....

না জানে পিরিতের জ্বালা

আরো একেলা

সে জে আসি বলে

গেলো চলে গো....

সে জে আসি বলে

গেলো চলে গো....

আর তো ফিরে আই—লনা

বহু দি-নের পিরিত গো বন্ধু

একি দিনে ভেঙ্গোনা...

মাতা মইলো পিতারে মইলো..

গুনের ভাই ছাড়িয়া রে গেলো

সঙ্গে নিলো না...

আমি,কি দোষ দেব

পরের পুতের গো...

আমি,কি দোষ দেব

পরের পুতের গো...

আপন কর্ম ভা--লনা

বহু দি-নের পিরিত গো বন্ধু

একি দিনে ভেঙ্গোনা

একি দিনে ভেঙ্গোনা গো

হায়রে একি দিনে ভেঙ্গোনা গো

একি দিনে ভেঙ্গোনা

বহু দি-নের পিরিত গো বন্ধু

একি দিনে ভেঙ্গোনা

বহু দি-নের পিরিত গো বন্ধু

একি দিনে ভেঙ্গোনা

বহু দি-নের পিরিত গো বন্ধু

একি দিনে ভেঙ্গোনা

เพิ่มเติมจาก Abdul Alim

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ