menu-iconlogo
huatong
huatong
avatar

Amar Praner Pran Pakhi

Abdul Alimhuatong
rice_lakehuatong
เนื้อเพลง
บันทึก
আমার প্রাণের প্রাণপাখি

আমার হিরামন পাখি

তোরে কোথায় রাখি, পাখি রে

সবই মিছে আর ফাঁকি

আমার প্রাণের প্রাণপাখি

আমার হিরামন পাখি

তোরে কোথায় রাখি, পাখি রে

সবই মিছে আর ফাঁকি

পাখি রে

এক পলকের নাই ভরসা, মিছে সকল আশা

কখন জানি দারুন ঝড়ে-

কখন জানি দারুন ঝড়ে ভাঙবে সাধের বাসা, পাখি রে

সবই মিছে আর ফাঁকি

ও পাখি রে

কোন বনেরই পাখি তুমি, যাইবা রে কোন বনে

সেই কথা কি গেছ ভুলে-

সেই কথা কি গেছ ভুলে, পড়ে না কি মনে, পাখি রে?

সবই মিছে আর ফাঁকি

আমার প্রাণের প্রাণপাখি

আমার হিরামন পাখি

তোরে কোথায় রাখি, পাখি রে

সবই মিছে আর ফাঁকি

ও পাখি রে

মিছা মায়ায় বন্দি হইয়া কর কত খেলা

পশ্চিমে তাকাইয়া দেখ-

পশ্চিমে তাকাইয়া দেখ ডুইবা আইলো বেলা, পাখি রে

সবই মিছে আর ফাঁকি

আমার প্রাণের প্রাণপাখি

আমার হিরামন পাখি

তোরে কোথায় রাখি, পাখি রে

সবই মিছে আর ফাঁকি

เพิ่มเติมจาก Abdul Alim

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ