menu-iconlogo
logo

Sorbonasha Padma Nodi

logo
เนื้อเพลง
সুন্দর সুন্দর গান পেতে চোখ

রাখুন আমার সং বুকে

ও... পদ্মা নদী রে......

সর্বনাশা পদ্মা নদী

তোর কাছে শুধাই

বল আমারে তোর কি রে আর

কুল কিনারা নাই....

কুল কিনারা নাই

ও নদীর কুল কিনারা নাই

সর্বনাশা পদ্মা নদী

তোর কাছে শুধাই

বল আমারে তোর কি রে আর

কুল কিনারা নাই....

কুল কিনারা নাই

ও নদীর কুল কিনারা নাই

পাড়ের আশায় তাড়াতাড়ি

সকাল বেলায় ধরলাম পাড়ি....

পাড়ের আশায় তাড়াতাড়ি

সকাল বেলায় ধরলাম পাড়ি....

আমার দিন যে গেল সন্ধ্যা হলো

আমার দিন যে গেল সন্ধ্যা হলো

তবু না কুল পাই.....

কুল কিনারা নাই

ও নদীর কুল কিনারা নাই

পদ্মারে তোর তুফান দেইখা

পরান কাঁপে ডরে

ফেইলা আমায় মারিসনা তোর

সর্বনাশা ঝড়ে

একে আমার ভাঙ্গা তরী

মাল্লা ছয়জন ছল্লা করি....

একে আমার ভাঙ্গা তরী

মাল্লা ছয়জন ছল্লা করি....

আমার নায়ে দিল কুড়াল মারি

আমার নায়ে দিল কুড়াল মারি

কেমনে পাড়ে যাই....

কুল কিনারা নাই

সর্বনাশা পদ্মা নদী

তোর কাছে শুধাই

বল আমারে তোর কি রে আর

কুল কিনারা নাই....

কুল কিনারা নাই

ও নদীর কুল কিনারা নাই

সর্বনাশা পদ্মা নদী

Sorbonasha Padma Nodi โดย Abdul Alim – เนื้อเพลง & คัฟเวอร์