menu-iconlogo
huatong
huatong
abdul-hadi-tel-gele-furaiya-cover-image

তেল গেলে ফুরাইয়া Tel Gele Furaiya

Abdul Hadihuatong
salmonid4huatong
เนื้อเพลง
บันทึก
FOLLOW BY HUSSAIN

SONG TEL GELE FURAIYA

SINGER ABDUL HADI

তেল গেলে ফুরাইয়া

বাত্তি যায় নিভিয়া

কি হবে আর কান্দিয়া...

তেল গেলে ফুরাইয়া

বাত্তি যায় নিভিয়া

কি হবে আর কান্দিয়া...

তেল গেলে ফুরাইয়া

বাত্তি যায় নিভিয়া

তেল গেলে ফুরাইয়া

বাত্তি যায় নিভিয়া

FOLLOW BY HUSSAIN

ও হো হো হো হো হো ওহো

ও হো হো হো হো হো ওহো

কেহ আগে কেহ পরে

যেতে যে হবে

জমি জমা বাড়ি গাড়ি

কিছু না রবে

কেহ আগে কেহ পরে

যেতে যে হবে

জমি জমা বাড়ি গাড়ি

কিছু না রবে

আমি অধম কি করিব

সময় হলে চলে যাবো

মাটির দেহ মাটির মাঝে...

যাবে মিশিয়া......

তেল গেলে ফুরাইয়া

বাত্তি যায় নিভিয়া

কি হবে আর কান্দিয়া...

তেল গেলে ফুরাইয়া

বাত্তি যায় নিভিয়া

তেল গেলে ফুরাইয়া

বাত্তি যায় নিভিয়া

FOLLOW BY HUSSAIN

ও হো হো হো হো হো ওহো

ও হো হো হো হো হো ওহো

রঙ্গ রসে থাকি মেতে

দুনিয়া মাঝে

বহুরূপী সাজি আমি

কত না সাজে

রঙ্গ রসে থাকি মেতে

দুনিয়া মাঝে

বহুরূপী সাজি আমি

কত না সাজে

পরপারে কি বলিব

ভবের কামাই কি দেখাবো

নকল হাটে আসল সোনা...

গেলাম বেচিয়া......

তেল গেলে ফুরাইয়া

বাত্তি যায় নিভিয়া

কি হবে আর কান্দিয়া...

তেল গেলে ফুরাইয়া

বাত্তি যায় নিভিয়া

কি হবে আর কান্দিয়া...

তেল গেলে ফুরাইয়া

বাত্তি যায় নিভিয়া

তেল গেলে ফুরাইয়া

বাত্তি যায় নিভিয়া

THANK YOU

เพิ่มเติมจาก Abdul Hadi

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ