menu-iconlogo
huatong
huatong
เนื้อเพลง
บันทึก
খুশি হলেও নাচি

দুঃখি হলেও নাচি।

খুশি হলেও নাচি

দুঃখি হলেও নাচি,

হায়রে বিয়ে হল কেনে

হায়রে বিয়ে হল কেনে।

মানুষ যখন বিয়ে করে

সে কি বদলায়,

হে, এ এ এ এ..

মানুষ যখন বিয়ে করে

সে কি বদলায়,

বলে নাকি বিয়ের পরে

সবাই পচতায়।

একা সুখে বাঁচি

বা দোকা দুঃখে দাসী,

একা সুখে বাঁচি

বা দোকা দুঃখে দাসী,

হায়রে বিয়ে হল কেনে

হায়রে বিয়ে হল কেনে।

ছোট ছোট মুখে কত

বড়ো বড়ো কথা রে,

কেঁদে-কুটে আসিস কাছে

লাগলে ব্যাথা রে।

ছোট ছোট মুখে কত

বড়ো বড়ো কথা রে,

কেঁদে-কুটে আসিস কাছে

লাগলে ব্যাথা রে।

বাইরে বাঘ ভিতরে চারাপোনা রে।

প্রেম দেখালেও হাসি

রাগ দেখালেও হাসি,

প্রেম দেখালেও হাসি

রাগ দেখালেও হাসি,

হায়রে বিয়ে হলো কেনে

হায়রে বিয়ে হলো কেনে।

হুম.. বন্ধু আমার বিয়া নামক

মায়া লাগাইছে, এ.. জয়গুরু

বন্ধু আমার বিয়া নামক মায়া লাগাইছে

তবলার ডাঁয়া এখন বাঁয়া জুটাইছে।

করতে বিয়া ছাগল, গেইছে গিয়া পাগল

করতে বিয়া ছাগল এখন গেইছে গিয়া পাগল,

হায়রে বিয়ে হলো কেনে

হায়রে বিয়ে হলো কেনে।

খুশি হলেও নাচি

দুঃখি হলেও নাচি,

হায়রে বিয়ে হোলো কেনে

হায়রে বিয়ে হোলো কেনে।

เพิ่มเติมจาก Abhijeet Bhattacharya/June Banerjee

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ