menu-iconlogo
huatong
huatong
abir-biswas--cover-image

একদিন মাটির ভিতরে হবে ঘর

Abir Biswashuatong
nativeson11ahuatong
เนื้อเพลง
บันทึก
একদিন মাটির ভিতরে হবে ঘর

একদিন মাটির...ভিতরে...

হবে ঘর,রে মন আমার

কেন বান্ধ দালান ঘর

রে মন আমার..

কেন বান্ধ..দালান ঘর

একদিন মাটির ভিতরে হবে ঘর

রে মন আমার

কেন বান্ধ দালান ঘর

রে মন আমার

কেন বান্ধ দালান ঘর

প্রাণও পাখি উড়ে যাবে

পিঞ্জরও ছেড়ে...এ এ এ

ধরাধামই সবই রবে

তুমি যাবে চলে

বন্ধু বান্ধব যত

মাতা পিতা তাঁরা সূতো,

বন্ধু বান্ধব যত

মাতা পিতা তাঁরা সূতো

সকলই হবে তোমার পর

রে মন আমার

কেন বান্ধ দালান ঘর

দেহ তোমার চর্মচর

গলে পচে যাবে..এ এ..

শিরার উপর শিরা গুলি

ছিন্ন ভিন্ন হবে,

মুন্ডু মেরুদন্ড

সবই হবে খন্ড খন্ড,

মুন্ডু মেরুদন্ড

সবই হবে খন্ড খন্ড,

পরে রবে মাটিরও উপর

রে মন আমার

কেন বান্ধ.. দালান ঘর

রে মন আমার

কেন বান্ধ..দালান ঘর..

রুপেরী গৌরবে

সাজিয়াছো সা.....জ

সোনা দানা কত কি আর রাজকী পোশাক..

যেদিন প্রাণও চলে যাবে..

সবই পরে রবে ,

প্রাণও চলে যাবে..

সবই পরে রবে ,

গায়ে দেবে মার্কিন ও থান

রে মন আমার

কেন বান্ধ দালান ঘর ,

একদিন মাটির ভিতরে হবে ঘর

রে মন আমার..

কেন বান্ধ দালান ঘর

রে মন আমার..

কেন বান্ধ দালান ঘর.. ।

เพิ่มเติมจาก Abir Biswas

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ