menu-iconlogo
huatong
huatong
avatar

Amar Vagge Lekha

Adnan Kabirhuatong
monicadozierhuatong
เนื้อเพลง
บันทึก
আর হবে না তার সাথে কোনোদিনও দেখা

এই ছিল রে বিধির হাতে আমার ভাগ্য লেখা

আর হবে না তার সাথে কোনোদিনও দেখা

এই ছিল রে বিধির হাতে আমার ভাগ্য লেখা

সুখেরই নীড় পাইয়া সে যে চইলা গেছে পরের ঘরে

আমায় কইরা একা

এই ছিল রে বিধির হাতে আমার ভাগ্য লেখা

এই ছিল রে বিধির হাতে আমার ভাগ্য লেখা

ছিলাম শুধু খেলার সাথী তারই জীবনে আমি

সবই ছিল অভিনয় তার, ছিল রে পাগলামি

ছিলাম শুধু খেলার সাথী তারই জীবনে আমি

সবই ছিল অভিনয় তার, ছিল রে পাগলামি

কী যে আঘাত দিলো যে সে বানায় আমায় বোকা

এই ছিল রে বিধির হাতে আমার ভাগ্য লেখা

এই কি ছিল বিধির হাতে আমার ভাগ্য লেখা?

এখন দুঃখ হইলো চিরসাথী, সঙ্গী আমার বেদনা

কষ্ট চাপা বুকের ভেতর দিচ্ছে কত যন্ত্রণা

এখন দুঃখ হইলো চিরসাথী, সঙ্গী আমার বেদনা

কষ্ট চাপা বুকের ভেতর দিচ্ছে কত যন্ত্রণা

দুখের বোঝা চাপাইয়া সে দিলো রে ধোঁকা

এই ছিল রে বিধির হাতে আমার ভাগ্য লেখা রে

এই ছিল রে বিধির হাতে আমার ভাগ্য লেখা

আর হবে না তার সাথে কোনোদিনও দেখা

এই ছিল রে বিধির হাতে আমার ভাগ্য লেখা

সুখেরই নীড় পাইয়া সে যে চইলা গেছে পরের ঘরে

আমায় কইরা একা

এই ছিল রে বিধির হাতে আমার ভাগ্য লেখা

এই ছিল রে বিধির হাতে আমার ভাগ্য লেখা

এই ছিল রে বিধির হাতে আমার ভাগ্য লেখা

এই ছিল রে বিধির হাতে আমার ভাগ্য লেখা

เพิ่มเติมจาก Adnan Kabir

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ