menu-iconlogo
logo

পৃথিবীতে সুখ বলে যদি কিছু [HQ]

logo
เนื้อเพลง
আ হা হা হা

আ হো হো হো

আ আ আ আ

Agun & Sabina Yasmin

পৃথিবীতে সুখ বলে

যদি কিছু থেকে থাকে

তার নাম ভালোবাসা তার নাম প্রেম

জ্বলে পুড়ে মরার মাঝে

যদি কোন সুখ থাকে

তার নাম ভালোবাসা তার নাম প্রেম

পৃথিবীর চার পাশে যেদিকে তাকাই

সেখানেই তোমাকে পাই খুঁজে পাই

পৃথিবীর চার পাশে যেদিকে তাকাই

সেখানেই তোমাকে পাই খুঁজে পাই

পাশা পাশি থাকবো

বুকে ধরে রাখবো

হ্রদয়ের দাম দিয়ে হ্রদয় নিলেম

তার নাম ভালোবাসা তার নাম প্রেম

এ জীবন সংসার বড় মধুময়

যদি গো সেখানে ভালোবাসা রয়

এ জীবন সংসার বড় মধুময়

যদি গো সেখানে ভালোবাসা রয়

ভালোবেসে বাঁচবো

ভালোবেসে মরবো

যার বিনিময়ে আমি তোমাকে পেলাম

তার নাম ভালোবাসা তার নাম প্রেম

পৃথিবীতে সুখ বলে

যদি কিছু থেকে থাকে

তার নাম ভালোবাসা তার নাম প্রেম

জ্বলে পুড়ে মরার মাঝে

যদি কোন সুখ থাকে

তার নাম ভালোবাসা তার নাম প্রেম

=======================

Thank You All Friends

পৃথিবীতে সুখ বলে যদি কিছু [HQ] โดย Agun/Sabina Yasmin – เนื้อเพลง & คัฟเวอร์