menu-iconlogo
huatong
huatong
avatar

protidan real

Aiyub Bachchuhuatong
ALi_______🎹🎹huatong
เนื้อเพลง
บันทึก
প্রতিদান চায়না এমন ও কিছু কিছু প্রেম হয়...

কিছু প্রেম দূরে সরিয়ে দেয়,

দূর থেকে ও শুধু ভালবেসে যায়...

প্রতিদান চায়না এমন ও কিছু কিছু প্রেম হয়...

তোমার যোগ্য নই একথা ভেবে দূরে থেকেছি...

হাজার কষ্ট সয়ে দুঃখকে হাসি মুখে মেনেছি...

তোমার যোগ্য নই একথা ভেবে দূরে থেকেছি...

হাজার কষ্ট সয়ে দুঃখকে হাসি মুখে মেনেছি...

সুখের পৃথিবী হৌক তোমার সারাটি জীবন ময়...

প্রতিদান চায়না এমন ও কিছু কিছু প্রেম হয়...

কিছু প্রেম দূরে সরিয়ে দেয়

দূর থেকে ও শুধু ভালবেসে যায়...

বন্ধু জেনো গো তুমি দূর থেকে ভালবেসে যাবো...

তোমার সুখে সুখ আজ থেকে যেন তাই ভাববো...

বন্ধু জেনো গো তুমি দূর থেকে ভালবেসে যাবো...

তোমার সুখে সুখ আজ থেকে যেন তাই ভাববো...

সুখের মৃত্যু যেন এরপর আমাকে ছুয়ে যায়...

প্রতিদান চায় না এমনো অ কিছু কিছু প্রেম হয়...

কিছু প্রেম দূরে সরিয়ে দেয়

দূর থেকে ও শুধু ভালবেসে যায়...

প্রতিদান চায়না এমন ও কিছু কিছু প্রেম হয়...

เพิ่มเติมจาก Aiyub Bachchu

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ