menu-iconlogo
huatong
huatong
avatar

ও আল্লাহ তোমার কাছে নাই কি বিচার

Akash Kumar Basakhuatong
celtibero1huatong
เนื้อเพลง
บันทึก
ও আল্লাহ তোমার কাছে নাইকি বিচার নাই"""

আমার মনটা ভাঙ্গার কঠিন বিচার তোমার কাছে চাই""

ও আল্লাহ তোমার কাছে নাইকি বিচার নাই"""

আমার মনটা ভাঙ্গার কঠিন বিচার তোমার কাছে চাই""

ও আসমান যাওরে ফাইটা লুকাই তোমাতে""

এক কালনাগিনী দেইনা আমায় রাইতে ঘুমাইতে,

এক কালনাগিনী দেইনা আমায় রাইতে ঘুমাইতে"""

চোখের সামনে ঘুইড়া বেড়ায় ধইরা অন্য হা"ত,

আল্লাহ তোমার কাছে আমি করি মোনাজা""ত,

চোখের সামনে ঘুইড়া বেড়ায় ধইরা অন্য হা"ত,

আল্লাহ তোমার কাছে আমি করি মোনাজা""ত

এমন কিছু হয় যেনো গো ওই পাষানীর সাথে"""

এক কালনাগিনী দেইনা আমায় রাইতে ঘুমাইতে,

এক কালনাগিনী দেইনা আমায় রাইতে ঘুমাইতে"""

তিলে তিলে যেমন আমায় দিয়েছে সে জ্বালা

এই জ্বালা হয় যেনো তার একদিন গলার মালা

তিলে তিলে যেমন আমায় দিয়েছে সে জ্বালা

এই জ্বালা হয় যেনো তার একদিন গলার মালা

আমার পরাণ একটু হলেও জুড়াই যদি তাতে""""

এক কালনাগিনী দেইনা আমায় রাইতে ঘুমাইতে,

এক কালনাগিনী দেইনা আমায় রাইতে ঘুমাইতে"""

เพิ่มเติมจาก Akash Kumar Basak

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ

ও আল্লাহ তোমার কাছে নাই কি বিচার โดย Akash Kumar Basak – เนื้อเพลง & คัฟเวอร์