menu-iconlogo
huatong
huatong
avatar

তুমি স্বপ্ন ঘুমে আমার By Aktar

aktarhuatong
🐰⃝❤𝑨𝒌𝒕𝒂𝒓.𝑯❤⃝🕊𝑵𝑮𝑨💖⃝🇧🇩huatong
เนื้อเพลง
บันทึก
মেয়েঃ তুমি স্বপ্ন ঘুমে আমার জাগরণে ভাবনা

তুমি স্বপ্ন ঘুমে আমার জাগরণে ভাবনা..

মরে যাবো যখন তোমায় পাবো না. পাবো না....

মরে যাবো যখন তোমায় পাবো না...

ছেলেঃ তুমি স্বপ্ন ঘুমে আমার জাগরণে ভাবনা

তুমি স্বপ্ন ঘুমে আমার জাগরণে ভাবনা..

মরে যাবো যখন তোমায় পাবো না. পাবো না....

মরে যাবো যখন তোমায় পাবো না...

====মিউজিক====

মেয়েঃ কলঙ্ক মাথায় নেবো

তবু তোমায় মন প্রাণ দেবো

কলঙ্ক মাথায় নেবো

তবু তোমায় মন প্রাণ দেবো

ছেলেঃ কোটি টাকার প্রলোভনে তোমায় ছেড়ে যাবো না

কোটি টাকার প্রলোভনে তোমায় ছেড়ে যাবো না

মরে যাবো যখন তোমায় পাবো না. পাবো না....

মরে যাবো যখন তোমায় পাবো না...

মেয়েঃ তুমি স্বপ্ন ঘুমে আমার জাগরণে ভাবনা

ছেলেঃ তুমি স্বপ্ন ঘুমে আমার জাগরণে ভাবনা

মেয়েঃ মরে যাবো যখন তোমায় পাবো না. পাবো না....

মরে যাবো যখন তোমায় পাবো না...

ছেলেঃ তোমাকে ভালোবাসা

এক জনমের এইতো আশা

তোমাকে ভালোবাসা

এক জনমের এইতো আশা

মেয়েঃ খোদার কাছে তুমি ছাড়া অন্য কিছু চাবো না

খোদার কাছে তুমি ছাড়া অন্য কিছু চাবো না

মরে যাবো যখন তোমায় পাবো না. পাবো না....

মরে যাবো যখন তোমায় পাবো না...

ছেলেঃ তুমি স্বপ্ন ঘুমে আমার জাগরণে ভাবনা

মেয়েঃ তুমি স্বপ্ন ঘুমে আমার জাগরণে ভাবনা

ছেলেঃ মরে যাবো যখন তোমায় পাবো না. পাবো না....

মেয়েঃ মরে যাবো যখন তোমায় পাবো না...

เพิ่มเติมจาก aktar

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ

তুমি স্বপ্ন ঘুমে আমার By Aktar โดย aktar – เนื้อเพลง & คัฟเวอร์