menu-iconlogo
huatong
huatong
alamin-full-hd-cover-image

চোখের মাঝে চোখের মণি ভাইয়ারে Full HD

AlAminhuatong
🦋Md.Al-amin🦋⚔⃟🇧🇩huatong
เนื้อเพลง
บันทึก
গানঃ চোখের মাঝে চোখের মণি ভাইয়ারে

ছায়াছবিঃ ভাইয়া

আপলোড বাই *আল-আমিন*

ছেলেঃ চোখের মাঝে চোখের মণি ভাইয়ারে

বুকের মাঝে প্রাণ তুমি ভাইয়ারে

ভালোবাসার ছায়া, আদর স্নেহ মায়া

সবারে বেঁধেছো তুমি সোনার সংসারে

মেয়েঃ চোখের মাঝে চোখের মণি ভাইয়ারে

বুকের মাঝে প্রাণ তুমি ভাইয়ারে

আপলোড বাই *আল-আমিন*

মেয়েঃ তোমার আলোয় ঝলমল করে, আমাদেরই ঘর

হৃদয়ের বাঁধনে বাঁধা, নইতো কেউ পর

<< অপেক্ষা করুন >>

তোমার আলোয় ঝলমল করে, আমাদেরই ঘর

হৃদয়ের বাঁধনে বাঁধা, নইতো কেউ পর

ছেলেঃ তুমি সবার প্রিয়, শুধু জেনে নিও

তুমি আছো থাকবে তুমি সবার অন্তরে

মেয়েঃ চোখের মাঝে চোখের মণি, ভাইয়ারে

বুকের মাঝে প্রাণ তুমি ভাইয়ারে

আপলোড বাই *আল-আমিন*

ছেলেঃ ভাইয়া আমার লক্ষী ভাইয়া, তুলনা তোর নেই

মেয়েঃ সুখের আশা বাঁধে বাসা, তোমার হাসিতেই

<< অপেক্ষা করুন >>

ছেলেঃ ভাইয়া আমার লক্ষী ভাইয়া, তুলনা তোর নেই

মেয়েঃ সুখের আশা বাঁধে বাসা তোমার হাসিতেই

চোখেরি আড়ালে, কখনো হারালে

আধার নেমে আসবে জানি তখন এ ঘরে

ছেলেঃ চোখের মাঝে চোখের মণি ভাইয়ারে

বুকের মাঝে প্রাণ তুমি ভাইয়ারে

ভালোবাসার ছায়া, আদর স্নেহ মায়া

সবারে বেঁধেছো তুমি সোনার সংসারে

মেয়েঃ চোখের মাঝে চোখের মণি, ভাইয়ারে

বুকের মাঝে প্রাণ তুমি ভাইয়ারে

*ধন্যবাদ*

เพิ่มเติมจาก AlAmin

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ