লিরিক্সঃ না না চলে যেওনা..
শিল্পীঃ এন্ডু কিশোর ও শাকিলা জাফর
সিনেমাঃ জীবন সঙ্গী
?ছেলেঃ না না চলে যেওনা
একা থাকতে পারবো না
সাথী ছাড়া জীবন বাঁচবে না
আমরা দুজন জীবন সঙ্গী প্রেমেরে সাধনা
সাথী ছাড়া জীবন বাঁচবে না
?মেয়েঃ না না চলে যাবো না
একা থাকতে পারবো না
জীবন ছাড়া সাথি বাঁচবে না
আমরা দুজন জীবন সঙ্গী প্রেমেরে সাধনা
জীবন ছাড়া সাথী বাঁচবে না
?ছেলেঃ না না চলে যেওনা
একা থাকতে পারবো না
?মেয়েঃ জীবন ছাড়া সাথি বাঁচবে না
?মেয়েঃ তুমি প্রেম তুমি সুখ, ভালবাসার ফুল
আমাকে করেছ বেকুল
?ছেলেঃ হে..তুমি প্রাণ তুমি গান, তুমি সুখের ঘর
ফুলে ফুলে সাজানো বাসর
তুমি আমি দুজনা, নদি সাগর মোহনা
?মেয়েঃ জীবন ছাড়া সাথি বাঁচবে না
?ছেলেঃ না না চলে যেওনা
একা থাকতে পারবো না
সাথি ছাড়া জীবন বাঁঁচবে না
?মেয়েঃ না না চলে যাবো না
একা থাকতে পারবো না
জীবন ছাড়া সাথি বাঁচবে না
?ছেলেঃ আমি সাগর তুমি ঢেউ, মধু মাখা ফাগুন
এ বুকে জ্বলছে আগুন
?মেয়েঃ ও তুমি ঝিনুক মুক্তা আমি, প্রেমেরই আগুন
থেকে থেকে জলছে দিগুন
পানি বিনা এ আগুন, নিবেনা নিবেনা
?ছেলেঃ সাথি ছাড়া জীবন বাঁচবে না
?মেয়েঃ না না চলে যাবো না
একা থাকতে পারবো না
জীবন ছাড়া সাথি বাঁচবে না
আমরা দুজন জীবন সঙ্গী প্রেমেরে সাধনা
জীবন ছাড়া সাথি বাঁচবে না
?ছেলেঃ না না চলে যেওনা
একা থাকতে পারবো না
সাথী ছাড়া জীবন বাঁচবে না
আমরা দুজন জীবন সঙ্গী প্রেমেরে সাধনা
সাথী ছাড়া জীবন বাঁচবে না
?মেয়েঃ না না চলে যাবো না
একা থাকতে পারবো না
জীবন ছাড়া সাথি বাঁচবে না
?ছেলেঃ ও সাথি ছাড়া জীবন বাঁচবে না
?মেয়েঃ ও জীবন ছাড়া সাথি বাঁচবে না