menu-iconlogo
huatong
huatong
andrew-kishore-jiboner-golpo-ache-baki-olpo-cover-image

Jiboner Golpo Ache Baki Olpo

Andrew Kishorehuatong
nightwing364huatong
เนื้อเพลง
บันทึก
জীবনের গল্প আছে বাকি অল্প।

জীবনের গল্প আছে বাকি অল্প।

যা কিছু দেখার নাও দেখে নাও

যা কিছু বলার যাও বলে যাও

পাবে না সময় আর হয়ত.

জীবনের গল্প আছে বাকি অল্প।

জীবনের গল্প আছে বাকি অল্প।

যা কিছু দেখার নাও দেখে নাও

যা কিছু বলার যাও বলে যাও

পাবে না সময় আর হয়ত।।

জীবনের গল্প আছে বাকি অল্প।

জীবনের গল্প আছে বাকি অল্প।

......BRK.......

ঐ ঘাসের কাফনেতে দেখ আকাশ আছে শুয়ে

ঐ বরফ গলা নদী নামে পাহাড় বেয়ে বেয়ে

নীড়ে পাখি ফিরে যাবে সূর্যটা গেলে অস্ত।।

যা কিছু দেখার নাও দেখে নাও

যা কিছু বলার যাও বলে যাও

পাবে না সময় আর হয়ত

জীবনের গল্প আছে বাকি অল্প।

জীবনের গল্প আছে বাকি অল্প।

.......BRK.......

এই রঙ্গিন পৃথিবীতে কত মানুষ এলো গেল

এই আশা যাওয়ার পথে কত চেনা যানা হল

ভুলে যেতে হবে সবই পথ চলা হবে অন্ত

যা কিছু দেখার নাও দেখে নাও

যা কিছু বলার যাও বলে যাও

পাবে না সময় আর হয়ত,

জীবনের গল্প আছে বাকি অল্প।

জীবনের গল্প আছে বাকি অল্প।

যা কিছু দেখার নাও দেখে নাও

যা কিছু বলার যাও বলে যাও

পাবে না সময় আর হয়ত,

জীবনের গল্প আছে বাকি অল্প।

জীবনের গল্প আছে বাকি অল্প।

เพิ่มเติมจาก Andrew Kishore

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ