menu-iconlogo
huatong
huatong
andrew-kishore-premer-somadhi-venge-cover-image

Premer Somadhi Venge

Andrew Kishorehuatong
forhad99huatong
เนื้อเพลง
บันทึก
চলে যায়.....

প্রাণের পাখি চলে যায়

পিঞ্জর ভেঙ্গে চলে যায়

>>>>><<<<<<

প্রেমের সমাধী ভেঙ্গে মনের শিকল ছিড়ে

পাখি যায় উড়ে যায়

তোমায় পাবোনা জানি শুধু চোখের পানি

দিয়ে গেলে আমায়

খাঁচার পাখি তবু খাঁচাই থাকে না

বনেরও পাখি বনের মায়া ছাড়ে না

পাখি যায় উড়ে যায়

প্রেমের সমাধী ভেঙ্গে মনের শিকল ছিড়ে

পাখি যায় উড়ে যায়

আমার হৃদয় ভেঙ্গে যায়

ফুল পুটে ছিলো, মনেও বাগিচায়

পানি বিনা পাপড়ি সবই ঝড়ে যায়

কন অপরাধে আমার প্রেমের তরী

অকুলে ভাসালে

<<>>

আমি ছিলাম তোমার চোখের মনি

কেন আধারে ডুবালে

তুমি যাও চোলে যাও

শুধু স্মৃতি রেখে যাও

তোমার স্মৃতি স্মরণে

বেছে রবো জীবনে আমি চোখের জলে

আমার হৃদয় ভেঙ্গে যায়

তীর ভাঙা ঢেউ আমি নীড় ভাঙা ঝড়

উজান ভাটির দুনিয়াতে সবই হলো পর

চেয়ে ছিলাম আমি হৃদয়ের তোমার

সুখের প্রদীপ জালাবো

>>><<<

সুখে যদি থাকো

আমি শত দুঃখে হেসে যাবো

তুমি যাও চোলে যাও

শুধু স্মৃতি রেখে যাও

প্রেমের সমাধী ভেঙ্গে মনের শিকল ছিড়ে

পাখি যায় উড়ে যায়

<<>>

তোমায় পাবোনা জানি শুধু চোখের পানি

দিয়ে গেলে আমায়

খাঁচার পাখি তবু খাঁচাই থাকে না

বনেরও পাখি বনের মায়া ছাড়ে না

পাখি যায় উড়ে যায়

প্রেমের সমাধী ভেঙ্গে মনের শিকল ছিড়ে

পাখি যায় উড়ে যায়

আমার হৃদয় ভেঙ্গে যায়

>>>>><<<<<<

เพิ่มเติมจาก Andrew Kishore

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ