menu-iconlogo
huatong
huatong
avatar

Ei poth choli aka

Andru Kishorhuatong
MKShamim2020huatong
เนื้อเพลง
บันทึก
——

==💝MK SHAMIM💝==

——

এই পথ চলি একা

——

রাতের আধার সাথী করে

——

দুরাশার পৃথিবীতে

——

শুন্য হৃদয় যায় জ্বলে

——

শুধু তুমি কাছে নেই বলে

——

এই পথ চলি একা

——

রাতের আধার সাথী করে

——

দুরাশার পৃথিবীতে

——

শুন্য হৃদয় যায় জ্বলে

——

শুধু তুমি কাছে নেই বলে

——

এই পথ চলি একা

——

💠=💠°=°=💝=°=°💠=💠

——

তুমি ছিলে আশা

——

দিয়ে ছিলে ভালোবাসা

——

অপারের ডাকে

——

ভেঙ্গে গেল সুখেরই বাসা

——

তুমি ছিলে আশা

——

দিয়ে ছিলে ভালোবাসা

——

অপারের ডাকে

——

ভেঙ্গে গেল সুখেরই বাসা

——

সেই স্মৃতির আগুন বুকে জ্বলে

——

শুধু তুমি কাছে নেই বলে

——

এই পথ চলি একা

——

চলে যাবে যদি

——

কাছে কেন এসেছিলে

——

প্রণয়ের সুরে

——

দু,টি প্রাণ বেধেছিলে

——

চলে যাবে যদি

——

কাছে কেন এসেছিলে

——

প্রণয়ের সুরে

——

দু,টি প্রাণ বেধেছিলে

——

সেই সুর কাঁদে তলে তলে

——

শুধু তুমি কাছে নেই বলে

——

এই পথ চলি একা

——

রাতের আধার সাথী করে

——

দুরাশার পৃথিবীতে

——

শুন্য হৃদয় যায় জ্বলে

——

শুধু তুমি কাছে নেই বলে

——

শুধু তুমি কাছে নেই বলে

——

হু হু হুহু----

——

====💝💕💝====

——

เพิ่มเติมจาก Andru Kishor

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ