menu-iconlogo
huatong
huatong
avatar

চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো

Anjan Dutthuatong
เนื้อเพลง
บันทึก
চাকরি টা আমি পেয়ে গেছি বেলা শুনছো...

এখন আর কেউ আটকাতে পারবে না.....

সম্বন্ধটা এই বার তুমি ভেস্তে দিতে পারো.

মাকে বলে দাও বিয়ে তুমি করছো না......

চাকরি টা আমি পেয়ে গেছি বেলা শুনছো...

এখন আর কেউ আটকাতে পারবে না....

সম্বন্ধটা এইবার তুমি ভেস্তে দিতে পারো..

মাকে বলে দাও বিয়ে তুমি করছো না......

চাকরি টা আমি পেয়ে গেছি বেলা সত্যি...

আর মাএ কয়েকটা মাস ব্যাস.....

স্টাডিং এ ই ১১০০ দেবে.তিনমাস পরে কনফার্ম

চুপ করে কেন বেলা কিছু বলছো না.....

বেলা বোস তুমি পারছো কি শুনতে..

দশ বারো বার রং নাম্বার

পেরিয়ে তোমাকে পেয়েছি...

দেবো না আর কিছুতেই আর হারাতে....

দিন না ডেকে বেলা কে একটি বার....

মিটার যাচ্চে বেড়ে এই পাবলিক টেলিফোনে...

জরুরি খুব জরুরি দরকার.....

স্বপ্ন এবার হয়ে যাবে বেলা সত্যি.....

এতোদিন ধরে এতো অপেক্ষা.....

রাস্তার কতো সস্তা হোটেলে

বদ্ধ কেবিনে বন্দী দুজনে

রুদ্ধশ্বাস কতো প্রতীক্ষা....

স্বপ্ন এবার হয়ে যাবে বেলা সত্যি.....

এতোদিন ধরে এতো অপেক্ষা....

রাস্তার কতো সস্তা হটেলে..

বদ্ধ কেবিনে বন্দী দুজনে..

রুদ্ধশ্বাস কতো প্রতীক্ষা....

এটা কি 2441139...

বেলা বোস তুমি পারছো কি শুনতে.....

দশ বারো বার রং নাম্বার

পেরিয়ে তোমাকে পেয়েছি

দেবো না কিছুতেই আর হারাতে.......

দিন না ডেকে বেলা কে একটি বার...

মিটার যাচ্চে বেড়ে এই পাবলিক টেলিফোনের..

জরুরি খুব জরুরি দরকার.....

চুপ করে কেন একি বেলা তুমি কাদছো.....

চাকরি টা আমি পেয়েগেছি সত্যি......

কান্নাকাটির ঝগড়া ঝাটির সময় গেছে পেরিয়ে..

হ্যালো... তুমি সুনতে পাচ্ছো কি.....

চুপ করে কেন একি বেলা তুমি কাদছো....

চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি.....

কান্নাকাটির ঝগড়া ঝাটির সময় গেছে পেরিয়ে..

হ্যালো... তুমি শুনতে পাচ্ছো কি....

এটা কি 2441139.

বেলা বোস তুমি পারছো কি সুনতে.....

เพิ่มเติมจาก Anjan Dutt

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ