menu-iconlogo
huatong
huatong
avatar

Ek Sundori Maiyaa

Ankur mahamudhuatong
methusarker713534huatong
เนื้อเพลง
บันทึก
এক সুন্দরী মাইয়া,

আমার মন নিলো কারিয়া…।

পারো যদি তোমরা তারে,

দাও গো আনিয়া…।। [p2]

.

না পাইলে তার দেখা,

যাবো রে মরিয়া… [x2]

এক সুন্দরী…

.

এক সুন্দরী মাইয়া,

আমার মন নিলো কারিয়া…।

পারো যদি তোমরা তারে,

দাও গো আনিয়া…।। [p2]

.

ওরে প্রথম দেখার কালে তারে,

লেগেছিল ভালো…

মুচকি হাসি দিয়া,

সে কই চলে গেলো…

তার কথা ভেবে,

আমার অন্তর দেয় কাঁদিয়া…

বেহাইয়া মনটারে,

বোঝাইবো কি দিয়া…। [p2]

.

না পাইলে তার দেখা,

যাবো রে মরিয়া… [x2]

এক সুন্দরী…

.

এক সুন্দরী মাইয়া,

আমার মন নিলো কারিয়া…।

পারো যদি তোমরা তারে,

দাও গো আনিয়া…।। [p2]

.

ওরে কাজল কালো আঁখি রে তার,

ঘন কালো চুল…

সেই চুলে গাঁথা ছিলো,

রক্ত জবা ফুল…

তার জন্যে জীবন আমার,

ধরতে পারি বাজি…

সাত সমুদ্র তের নদী,

পারি দিতেও রাজি…। [p2]

.

না পাইলে তার দেখা,

যাবো রে মরিয়া… [x2]

এক সুন্দরী…

.

এক সুন্দরী মাইয়া,

আমার মন নিলো কারিয়া…।

পারো যদি তোমরা তারে,

দাও গো আনিয়া…।। [p2]

.

না পাইলে তার দেখা,

যাবো রে মরিয়া… [x2]

এক সুন্দরী…

.

এক সুন্দরী মাইয়া,

আমার মন নিলো কারিয়া…।

পারো যদি তোমরা তারে,

দাও গো আনিয়া…।। [p2]

.

পারো যদি তোমরা তারে,

দাও গো আনিয়া…।। [x4]

.

เพิ่มเติมจาก Ankur mahamud

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ