menu-iconlogo
huatong
huatong
avatar

Sona Bondhure By Rajib

ANTAKhuatong
♛-𝓼ꪊ𝕓cοƞ𝓼c𝙞οꪊš║▌🎸👑🎸huatong
เนื้อเพลง
บันทึก
Sona Bondhure

Song by Mujib Pardeshi

আমার সোনা বন্ধুরে, তুমি কোথায় রইলা রে?

আমার সোনা বন্ধুরে, তুমি কোথায় রইলা রে?

দিনে রাইতে তোমায় আমি

দিনে রাইতে তোমায় আমি খুঁইজা মরি রে

আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে?

আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে?

MUSIC

প্রথম দেখার কালে বন্ধু, কথা দিয়েছিলে

প্রথম দেখার কালে বন্ধু, কথা দিয়েছিলে

ভুলিবে না মোরে এ জীবন গেলে

ভুলিবে না মোরে এ জীবন গেলে

যদি না পাই তোমারে, আমার জীবনের তরে

যদি না পাই তোমারে, আমার জীবনের তরে

সোনার জীবন আঙ্গার হইব

সোনার জীবন আঙ্গার হইব, তোমার লাইগা রে

আমার সোনা বন্ধুরে, তুমি কোথায় রইলা রে?

আমার সোনা বন্ধুরে, তুমি কোথায় রইলা রে?

MUSIC

ভুলতে পার বন্ধু তুমি, আমি ভুলি নাই

ভুলতে পার বন্ধু তুমি, আমি ভুলি নাই

মরণ কালে যেন বন্ধু, একবার তোমায় পাই

পর কালে যেন বন্ধু, একবার তোমায় পাই

যদি না পাই সে কালে, প্রেম যাইব বিফলে

যদি না পাই সে কালে, প্রেম যাইব বিফলে

তখন কিন্তু বলব আমি

তখন কিন্তু বলব আমি, প্রেম কিছুই না রে

আমার সোনা বন্ধুরে, তুমি কোথায় রইলা রে?

আমার সোনা বন্ধুরে, তুমি কোথায় রইলা রে?

THANK YOU

เพิ่มเติมจาก ANTAK

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ