menu-iconlogo
huatong
huatong
เนื้อเพลง
บันทึก
এটা গল্প কার, দেখো লিখছে কে?

ভুলে অন্ধকার আলো শিখছে কে?

এটা গল্প কার, দেখো লিখছে কে?

ভুলে অন্ধকার আলো শিখছে কে?

কিছু আবদারের জানি নেই মানে

তোর সঙ্গে আজ আমাকে নে

এগিয়ে দে, এগিয়ে দে

দু' এক পা এগিয়ে দে

হাঁটতে চাই কয়েক পা তোর সাথে

এগিয়ে দে, এগিয়ে দে

দু' এক পা এগিয়ে দে

হাঁটতে চাই কয়েক পা তোর সাথে

এটা গল্প কার, দেখো পড়ছে কে?

ঘুমে রুপকথার দেশে ঘুরছে কে?

এটা গল্প কার, দেখো পড়ছে কে?

ঘুমে রুপকথার দেশে ঘুরছে কে?

কিছু আবদারের জানি নেই মানে

তোর সঙ্গে আজ আমাকে নে

এগিয়ে দে, এগিয়ে দে

দু' এক পা এগিয়ে দে

হাঁটতে চাই কয়েক পা তোর সাথে

এগিয়ে দে, এগিয়ে দে

দু' এক পা এগিয়ে দে

হাঁটতে চাই কয়েক পা তোর সাথে

পথ চলতে হাজারো রকম

উঠাপড়া এসেছে যখন

একা আমি তোকে তখন আগলে যাই

ঝাড়া ঝাপটা মৌসুম এলে

ফাঁকা একটু সময় পেলে

তোকে আমি আমার কথাও বলতে চাই

কিছু আবদারের জানি নেই মানে

তোর সঙ্গে আজ আমাকে নে

এগিয়ে দে, এগিয়ে দে

দু' এক পা এগিয়ে দে

হাঁটতে চাই কয়েক পা তোর সাথে

এগিয়ে দে, এগিয়ে দে

দু' এক পা এগিয়ে দে

হাঁটতে চাই কয়েক পা তোর সাথে

เพิ่มเติมจาก Arijit Singh/Madhubanti Bagchi

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ