menu-iconlogo
huatong
huatong
avatar

Bhalobeshe Kono Bhool Korini Ami

Arindom/Shalmali Kholgadehuatong
royalbitch_69erhuatong
เนื้อเพลง
บันทึก
M অগোছালো দিন রাত বলে যায়,

হাতে রাখা তোর হাত বলে যায়,

ভালোবেসে কোনো ভুল করিনি আমি।

অগোছালো দিন রাত বলে যায়,

হাতে রাখা তোর হাত বলে যায়,

ভালোবেসে কোনো ভুল করিনি আমি।

শোন...আজ বাকি কথা থাক,

বেরিয়ে যাই বেড়াতে।

এই মন...তোর নামেতে জমা,

স্বপ্নে পাওয়া তারাদের।

এ ভাবেই দিন রাত ঢলে যাক,

মন আমার বার বার বলে যাক,

ভালোবেসে কোনো ভুল করিনি আমি।

উমমমম...

ভালোবেসে কোনো ভুল করিনি আমি।

MUSIC BREAK

F নরম নরম ইচ্ছে গুলো,

নাম না জানা পাহাড় ছুলো,

আসলে যখন আসার হয়ে

তুই... ওহ হো...

প্রথম কদিন কাটার পরেই,

এসব উথাল পাথাল শুরু,

আয় না তোকে আদর করে ছুঁই...

ও.ও.ও....

M শোন...আজ বাকি কথা থাক,

বেরিয়ে যাই বেড়াতে।

এই মন তোর আঁচলে জমা,

স্বপ্নে পাওয়া তারাদের।

ওহ উমমম...ও...

ওহ ওওওওও...

MUSIC BREAK

F আকাশ কুসুম ভাবিস না আর,

সব দিয়েছি তোকেই আমার,

চাউনিতে তোর পাগল হয়ে যাই ও.ও....

মনের ভিতর নদীর জলে,

রঙ্গিন রঙ্গিন নৌকো চলে,

চল না আবার হটাৎ বয়ে যাই...ও...

M শোন...আজ বাকি কথা থাক,

বেরিয়ে যাই বেড়াতে।

এই মন তোর নামেতে জমা,

স্বপ্নে পাওয়া তারাদের।

এ ভাবেই দিন রাত ঢলে যাক,

মন আমার বার বার বলে যাক,

ভালো বেসে কোনো ভুল করিনি আমি।

উমমমমম...

ভালো বেসে কোনো ভুল করিনি আমি।

উমমমমম...ওওওও...উমমমমম...

เพิ่มเติมจาก Arindom/Shalmali Kholgade

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ