menu-iconlogo
huatong
huatong
avatar

Shedin O Akashe Chilo Chand

ARKhuatong
mommydearest62huatong
เนื้อเพลง
บันทึก
সেদিনও আকাশে ছিল চাঁদ...

হৃদয়ের বন্দরে ছিলে তুমি

আজ আমার আকাশে...

এক রাশ কালো মেঘ...

হৃদয়টা ধু ধু মরুভূমি

সেদিনও আকাশে ছিল চাঁদ...

হৃদয়ের বন্দরে ছিলে তুমি

আজ আমার আকাশে...

এক রাশ কালো মেঘ...

হৃদয়টা ধু ধু মরুভূমি

হায় প্রেম কেন আসে...

এই হৃদয়ের পাশে

কেন মন হারিয়ে যায় বিরহে?

বিদায়ী জোছনায় বসে থাকা...

স্বপ্নতুলি দিয়ে ছবি আঁকা

বিদায়ী জোছনায় বসে থাকা...

স্বপ্নতুলি দিয়ে ছবি আঁকা

সৃতিগুলো তুমি মুছে দিলে

এক নিমেশে!

নিঃশব্দ আর্তনাদ নিয়ে...

পরে আছি একা আমি।

বেদনার বৃষ্টি ঝরে মনের গভীরে...

জানতে পাবেনা কভু তুমি।

হায় প্রেম কেন আসে...

এই হৃদয়ের পাশে

কেন মন হারিয়ে যায় বিরহে?

সেদিনও আকাশে ছিল চাঁদ

হৃদয়ের বন্দরে ছিলে তুমি

আজ আমার আকাশে

এক রাশ কালো মেঘ

হৃদয় টা ধু ধু মরুভূমি ।

সেদিনও আকাশে ছিল চাঁদ

হৃদয়ের বন্দরে ছিলে তুমি

আজ আমার আকাশে

এক রাশ কালো মেঘ

হৃদয় টা ধু ধু মরুভূমি

হায় প্রেম কেন আসে...

এই হৃদয়ের পাশে

কেন মন হারিয়ে যায় বিরহে

হায় প্রেম কেন আসে...

এই হৃদয়ের পাশে

কেন মন হারিয়ে যায় বিরহে

হায় প্রেম কেন আসে...

এই হৃদয়ের পাশে

কেন মন হারিয়ে যায় বিরহে

হায় প্রেম কেন আসে...

এই হৃদয়ের পাশে

কেন মন হারিয়ে যায় বিরহে

เพิ่มเติมจาก ARK

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ

website_song_tagtitle