-==সিনেমা:- রঙ্গিলা==-
-=শিল্পী:- এম এ খালেক ও সাবিনা ইয়াসমিন=-
-=ফেমেলি:- SRF & RMP=-
-===এ আর রিপন===-
-==অপেক্ষা করুন==-
[M] ও রঙ্গিলা, মনে যে লাগে এত রং
ও রঙ্গিলা, মনে যে লাগে এত রং~~
নদী তাই ঢেউয়ে টলমল~
নদী তাই ঢেউয়ে টলমল~~
মনে যে লাগে এত রং
ও রঙ্গিলা, মনে যে লাগে এত রং~
-=ফেমেলি:- SRF & RMP=-
-=আপলোড:- এ আর রিপন=-
-==অপেক্ষা করুন==-
[M] এ মধু রাইতে, তোমারে পাইতে
মন আমার কেমন কেমন করে~
[F] হইও না উতলা, কইরো না বেতালা
তালা মারা আছে দেহ ঘরে~
[M] ছাড়োনা বাহানা, পরানে সহে না
ছাড়োনা বাহানা~পরানে সহে না
এ রাতে কইরো না আর ঢং~~
মনে যে লাগে এত রং~
ও রঙ্গিলা, মনে যে লাগে এত রং~
-=আপলোড:- এ আর রিপন=-
-==অপেক্ষা করুন==-
[M] রসেরই যৌবন, রাইখাছো গোপন
এ বুকে রূপের আগুন জ্বলে~
[F] শোন গো পতিধন
দিব এই দেহ মন~
মিলনও হবে সময় হলে~
[M] রঙ্গিলা রঙ্গিলা~কি ঠকান ঠকাইলা
রঙ্গিলা রঙ্গিলা..কি ঠকান ঠকাইলা
সাজাইলা পিরিতেরই সং
[F] ও বন্ধু, হইও না উতালা এমন
ও বন্ধু, হইও না উতালা এমন~~
একদিন হবে যে মিলন~
একদিন হবে যে মিলন
[M] ও রঙ্গিলা, মনে যে লাগে এত রং
ও রঙ্গিলা, মনে যে লাগে এত রং~~
নদী তাই ঢেউয়ে টলমল~
নদী তাই ঢেউয়ে টলমল~~
[F] হইও না উতালা এমন
[M] ও রঙ্গিলা, মনে যে লাগে এত রং~
[F] ও বন্ধু..একদিন হবে যে মিলন~
-=======সমাপ্ত=======-