menu-iconlogo
huatong
huatong
ashes-17-pristha-cover-image

17 Pristha

Asheshuatong
AraratGBzhuatong
เนื้อเพลง
บันทึก
হঠাৎ করে কেঁদে ওঠে সে

কি যেনো এক কান্না ছিলো

কি যেনো এক আকাশ ছিলো

আকাশটা চুরি হয়ে গেছে

হঠাৎ করে কেঁদে ওঠে সে

কি যেনো এক কান্না ছিলো

কি যেনো এক আকাশ ছিলো

আকাশটা চুরি হয়ে গেছে

লালালা লালালা লালালা লালা

লালালা লালালা লালালা লালা

আজ আমার মন ভাল নেই!

কি যেনো কি হয়ে গেছে আমার

সারাটা আকাশ তারার মেলায়

লাগছেনা ভালো অসুখটা আর

আজ আমার মন ভালো নেই।

কথা সব শেষ হয়ে গেছে

নাকি শেষ তুমি করেছিলে?

লাগছে না ভালো জীবনটা আর

আজ আমার মন ভালো নেই!

কি যেনো এক কান্না ছিলো

কি যেনো এক আকাশ ছিলো

আকাশটা চুরি হয়ে গেছে

হঠাৎ করে কেঁদে ওঠে সে

কি যেনো এক কান্না ছিলো

কি যেনো এক আকাশ ছিলো

আকাশটা চুরি হয়ে গেছে

লালালা লালালা লালালা লালা

লালালা লালালা লালালা লালা

আজ আমার মন ভালো নেই!

เพิ่มเติมจาก Ashes

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ