menu-iconlogo
huatong
huatong
avatar

ক্ষমা করে দিও আমাকে ভুলতে

Asif Akbarhuatong
mergatr0huatong
เนื้อเพลง
บันทึก
ক্ষমা করে দিও আমাকে

ভুলতে পারিনা তোমাকে

চলে গেছ অনেক দুরে

আসবেনা জানি ফিরে।

ক্ষমা করে দিও আমাকে

ভুলতে পারিনা তোমাকে

চলে গেছ অনেক দুরে

আসবেনা জানি ফিরে।

ক্ষমা করে দিও আমাকে

ভুলতে পারিনা তোমাকে

আমরা সবাই একে অপরকে সহযোগিতা

করবেন. তাহলে স্মুল সুন্দর থাকবে!এবং

সুন্দর ব্যবহার দিয়ে মানুষের মন

জয় করবেন হিংসা দিয়ে নয়

জানিনা কি অপরাধে

আমাকে সাজা দিলে

কি ভুল ছিল আমার

এভাবে আমায় কাঁদালে...

জানিনা কি অপরাধে

আমাকে সাজা দিলে

কি ভুল ছিল আমার

এভাবে আমায় কাঁদালে

কত স্মৃথি ভড়া স্বপন

জমে আছে আমার এ বুকে।

ক্ষমা করে দিও আমাকে

ভুলতে পারিনা তোমাকে

চলে গেছ অনেক দুরে

আসবেনা জানি ফিরে।

ক্ষমা করে দিও আমাকে

ভুলতে পারিনা তোমাকে...

যে কোন সমস্যা হলে প্রথম ইনবক্সে

নক করবেন তাহলে ইনশাআল্লাহ

আপনার সমস্যা সমাধান পেয়ে যাবেন

সত্যি মিউজিক যদি আপনাদের ভালো লাগে

তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবে না..

জীবনে চলারই পথে

দেখা হয় যদি দু'জনার

সেদিনও দেখবে যে তুমি

অপেক্ষায় আছি তোমার

জীবনে চলারই পথে

দেখা হয় যদি দু'জনার

সেদিনও দেখবে যে তুমি

অপেক্ষায় আছি তোমার

আড়ালে লুকিয়ে মন

বাড়ে বাড়ে শুধু যে ডাকে.....

ক্ষমা করে দিও আমাকে

ভুলতে পারিনা তোমাকে

চলে গেছ অনেক দুরে

আসবেনা জানি ফিরে।

ক্ষমা করে দিও আমাকে

ভুলতে পারিনা তোমাকে

চলে গেছ অনেক দুরে

আসবেনা জানি ফিরে।

ক্ষমা করে দিও আমাকে

ভুলতে পারিনা তোমাকে

ধন্যবাদ সবাইকে

เพิ่มเติมจาก Asif Akbar

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ