menu-iconlogo
logo

Kal Shararat Bristy কাল সারারাত বৃষ্টি

logo
เนื้อเพลง
কাল সারারাত

বৃষ্টি ঝরে ছিলো অঝোরে

এমন ও রাতে পারিনি ঘুমোতে

শুধু তোমার স্মৃতি মনে করে

কাল সারারাত

বৃষ্টি ঝরে ছিলো অঝোরে

এমন ও রাতে পারিনি ঘুমোতে

শুধু তোমার স্মৃতি মনে করে

মাতাল হাওয়া উন্মাদনায়

ছিলো মেতে

কষ্ট ছিলো মেঘলা মনের

কল্পনাতে

মাতাল হাওয়া উন্মাদনায়

ছিলো মেতে

কষ্ট ছিলো মেঘলা মনের

কল্পনাতে ....

তোমার ছবি উঠলো ভেসে

শূন্য বুকের এই উঠোন জুড়ে

কাল সারারাত

বৃষ্টি ঝরে ছিলো অঝোরে

এমন ও রাতে পারিনি ঘুমোতে

শুধু তোমার স্মৃতি মনে করে

পাথর কালো অন্ধকারে

একা একা ..

পাইনি ভেবে আমার দুঃখের

সীমারেখা ...

পাথর কালো অন্ধকারে

একা একা ..

পাইনি ভেবে আমার দুঃখের

সীমারেখা ...

ভাবতে তবু লাগলো ভালো

একদিন ছিলে তুমি হৃদয়জুড়ে

কাল সারারাত

বৃষ্টি ঝরে ছিলো অঝোরে

এমন ও রাতে পারিনি ঘুমোতে

শুধু তোমার স্মৃতি মনে করে

কাল সারারাত

বৃষ্টি ঝরে ছিলো অঝোরে

এমন ও রাতে পারিনি ঘুমোতে

শুধু তোমার স্মৃতি মনে করে

Kal Shararat Bristy কাল সারারাত বৃষ্টি โดย Asif – เนื้อเพลง & คัฟเวอร์