menu-iconlogo
huatong
huatong
aurthohin-anmonne-cover-image

Anmonne

Aurthohinhuatong
mojavacherhuatong
เนื้อเพลง
บันทึก
যখন চাঁদ ঘুমিয়ে পড়ে

আঁধার আকাশটাকে ফেলে

শুধু আমি জেগে থাকি

তোমার ছবি বুকে নিয়ে

চেয়ে থাকি আকাশের তারায়

মিলিয়ে যায় সব যেন কোথায়

জানি এই রাত শেষে

ফিরবে না তুমি আর

তবুও কেন যে আসে

মনের মাঝে তোমার ছবি

কল্পনাতে কেন যে

তোমার হাসি শুনি

মেঘের দেশে কি এখনও তুমি হারাও আনমনে?

কবিতা কি লেখো এখনও আমায় ভেবে?

বৃষ্টি নামে যখন তোমার এই শরীরে

আমার ছোঁয়া কি পাও বৃষ্টির সাথে আনমনে?

বৃষ্টি ভেজা এই শরীরে কান্না দেখে না কেউ আমার

অন্ধকার এ ঘরে ডাকি না কাউকে যে

পড়ি না আর সেই কবিতা

দেখি না যে আর জোছনা

অনুভূতিহীন দেয়ালে বন্দী আমি যেন একা

তবুও কেন যে আসে

মনের মাঝে তোমার ছবি

কল্পনাতে কেন যে

তোমার হাসি শুনি

মেঘের দেশে কি এখনও তুমি হারাও আনমনে?

কবিতা কি লেখো এখনও আমায় ভেবে?

বৃষ্টি নামে যখন তোমার এই শরীরে

আমার ছোঁয়া কি পাও বৃষ্টির সাথে আনমনে?

ভেঙ্গে যাক তোমার আমার মাঝের ঐ দেয়ালটা

এই যে দেখো দাঁড়িয়ে আমি তোমার হাত ধরবো বলে

মেঘের দেশে কি এখনও তুমি হারাও আনমনে?

কবিতা কি লেখো এখনও আমায় ভেবে?

বৃষ্টি নামে যখন তোমার এই শরীরে

আমার ছোঁয়া কি পাও বৃষ্টির সাথে আনমনে?

เพิ่มเติมจาก Aurthohin

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ