menu-iconlogo
huatong
huatong
ayan-sarkar-maa-er-payer-joba-hoye-cover-image

Maa Er Payer Joba Hoye

Ayan Sarkarhuatong
เนื้อเพลง
บันทึก
মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন

আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন

তার গন্ধ না থাক, যা আছে সে নয় রে ভুয়ো আভরণ

গন্ধ না থাক-

ও, তার গন্ধ না থাক, যা আছে সে নয় রে ভুয়ো আভরণ

মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন

আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন

জানি জুঁই মালতী হায়, কত গন্ধ যে ছড়ায়

তবু ঘরের ফেলে পরের কাছে নিজেরে বিলায়

জানি জুঁই মালতী হায়, কত গন্ধ যে ছড়ায়

তবু ঘরের ফেলে পরের কাছে নিজেরে বিলায়

ওরে, তোর মতো যে নেইকো তাদের মায়ে-পোয়ে আলাপন

তোর মতো যে-

ও মন, তোর মতো যে নেইকো তাদের মায়ে-পোয়ে আলাপন

মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন

আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন

আমার তাই তো লাগে ভয়

প্রলোভনের ফাঁদে পড়ে হই বুঝি বা ক্ষয়

আমার তাই তো লাগে ভয়

প্রলোভনের ফাঁদে পড়ে হই বুঝি বা ক্ষয়

ওরে, যেন ভুলিস না, তোর দয়াময়ী মা

তার রক্তমাখা কালো রূপে ঘোচায় কালিমা

ওরে, যেন ভুলিস না, তোর দয়াময়ী মা

তার রক্তমাখা কালো রূপে ঘোচায় কালিমা

ও মন, তাই বলি আয় ওই রাঙা পায় করি আত্মসমর্পণ

তাই বলি আয়-

ও মন, তাই বলি আয় ওই রাঙা পায় করি আত্মসমর্পণ

মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন

আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন

তার গন্ধ না থাক, যা আছে সে নয় রে ভুয়ো আভরণ

গন্ধ না থাক-

ও তার গন্ধ না থাক, যা আছে সে নয় রে ভুয়ো আভরণ

মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন

আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন

আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন

เพิ่มเติมจาก Ayan Sarkar

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ