menu-iconlogo
huatong
huatong
avatar

HQ Amra Shudhu Dujon Dujonar

Ayub Bachchu/Doly Shayantonihuatong
morrismac85huatong
เนื้อเพลง
บันทึก
Song: Amra Sudhu Dujon Dujonar

Singer: Ayub Bachchu Doly Shayantoni

১ মেয়ে কণ্ঠ

২ ছেলে কণ্ঠ

জন্ম থেকে ওই মৃত্যু যদি এক জীবন হয়

সেই জীবনে আমি তোমাকে চাই আর কিছু নয়

আমরা শুধু দুজন দুজনার..

আমরা শুধু দুজন দুজনার ও ও ও..

জন্ম থেকে ওই মৃত্যু যদি এক জীবন হয়

সেই জীবনে আমি তোমাকে চাই আর কিছু নয়

আমরা শুধু দুজন দুজনার..

আমরা শুধু দুজন দুজনার এ এ এ

বুকেরি মাঝে গোপনে

মনটা থাকে যেখানে

লিখে দিলাম সেখানে, তুমি আমার...

তোমারি বুকে গোপনে

মনটা আছে যেখানে

আছি শুধু সেইখানে, আমি তোমার ইয়ে এ এ

আমরা শুধু দুজন দুজনার

ও আমরা শুধু দুজন দুজনার ও ও ও..

তোমারি চোখে তাকালে

দুঃখগুলো যাই ভুলে

যেওনা চোখের আড়ালে, তুমি আমার...

আমারি চোখে তাকালে

দুঃখ যদি যাও ভুলে

যাব না চোখের আড়ালে, আমি তোমার...

জন্ম থেকে ওই মৃত্যু যদি এক জীবন হয়

ও সেই জীবনে আমি তোমাকে চাই আর কিছু নয়

আমরা শুধু দুজন দুজনার

আমরা শুধু দুজন দুজনার ওওও

ও আমরা শুধু দুজন দুজনার

আমরা শুধু দুজন দুজনার ইয়ে এ এ

เพิ่มเติมจาก Ayub Bachchu/Doly Shayantoni

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ

HQ Amra Shudhu Dujon Dujonar โดย Ayub Bachchu/Doly Shayantoni – เนื้อเพลง & คัฟเวอร์