menu-iconlogo
huatong
huatong
avatar

Kichu Chawa

Azam Khanhuatong
mikestar_412huatong
เนื้อเพลง
บันทึก
কিছু চাওয়া আর কিছু পাওয়া

এতটুকুই তো জীবন

কিছু চাওয়া আর কিছু পাওয়া

এতটুকুই তো জীবন

বেঁচে থাকা আর মরে যাওয়া

খেলাঘরের এই নিয়ম

কিছু চাওয়া আর কিছু পাওয়া

এতটুকুই তো জীবন

কেঁদে আসা পৃথিবীতে

কাঁদিয়ে যে যেতে হবে

কেঁদে আসা পৃথিবীতে

কাঁদিয়ে যে যেতে হবে

রবে স্মৃতির ওই ঘরে

আসা যাওয়া হলো কখন

কিছু চাওয়া আর কিছু পাওয়া

এতটুকুই তো জীবন

কত গান, কত নাম

সবই যে হবে বদনাম

কত গান, কত নাম

সবই যে হবে বদনাম

কভু চিন্তা করেছো কি

এই আছি, নেই এখন

কিছু চাওয়া আর কিছু পাওয়া

এতটুকুই তো জীবন

কিছু চাওয়া আর কিছু পাওয়া

এতটুকুই তো জীবন

বেঁচে থাকা আর মরে যাওয়া

খেলাঘরের এই নিয়ম

কিছু চাওয়া আর কিছু পাওয়া

এতটুকুই তো জীবন

เพิ่มเติมจาก Azam Khan

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ