menu-iconlogo
huatong
huatong
avatar

Dekona Amare Tumi

Babu Baparyihuatong
🍃RAFI_KHALED🍁🅶🅳🅱︎huatong
เนื้อเพลง
บันทึก
ডেকো না আমারে তুমি

কাছে ডেকো না

দূরে আছি সেই ভাল

নিয়ে বেদনা।

ডেকো না আমারে তুমি

কাছে ডেকো না

দূরে আছি সেই ভাল

নিয়ে বেদনা।

তুমি ডেকো না

ভেবো না কখনো

যদি যায় ঢেকে

আমার এ ভুবন আঁধারে

SMB

নেই কোন ক্ষতি

জীবনের আলো

নিভে যায় যদি বারে বারে

সুখে থাক তুমি

এই শুধু বলি

আর কিছু নেই কামনা

তুমি ডেকো না...

ডেকো না আমারে তুমি

কাছে ডেকো না

দূরে আছি সেই ভাল

নিয়ে বেদনা।

তুমি ডেকো না...

ভালবাসা পেয়ে

যে ব্যাথা পেয়েছি

ভুলে যাই তারে যেন আমি

সবই আছে সেই তো

আগেরই মত

শুধু আজ ওগো নাই তুমি

যেখানেই থাক

মনে মনে বলি

মোরে তুমি , মনে রেখো না

তুমি ডেকো না...

ডেকো না আমারে তুমি

কাছে ডেকো না

দূরে আছি সেই ভাল

নিয়ে বেদনা।

তুমি ডেকো না...

เพิ่มเติมจาก Babu Baparyi

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ