menu-iconlogo
huatong
huatong
avatar

কাল সারা রাত ছিলো স্বপ্নের রাত

Baby Nazninhuatong
shwag1987huatong
เนื้อเพลง
บันทึก
কাল সারা রাত ছিল স্বপ্নের রাত

কাল সারা রাত ছিল স্বপ্নের রাত

সৃতির আকাশে যেনো বহু্দিন পর

মেঘ ভেঙ্গে উঠেছিল পুরনিমা চাঁদ

কাল সারা রাত ছিল স্বপ্নের রাত

কাল সারা রাত ছিল স্বপ্নের রাত

ঘুম ছিলো না দুটি চোখের পাতায়

মন ছিলো তন্ময় কথায় কথায়

ঘুম ছিলো না দুটি চোখের পাতায়

মন ছিলো তন্ময় কথায় কথায়

চাঁদ মুখে চাঁদ দেখে কেটে গেলো রাত

কাল সারা রাত ছিল স্বপ্নের রাত

সৃতির আকাশে যেনো বহু্দিন পর

মেঘ ভেঙ্গে উঠেছিল পুরনিমা চাঁদ

কাল সারা রাত ছিল স্বপ্নের রাত

ঝড় ছিলো না ভীরু স্বজন হাওয়ায়

সুখ ছিলো সারাক্ষণ চাওয়া পাওয়ায়

ঝড় ছিলো না ভীরু স্বজন হাওয়ায়

সুখ ছিলো সারাক্ষণ চাওয়া পাওয়ায়

সাথী হয়ে কেউ ছিলো হাতে রেখে হাত

কাল সারা রাত ছিল স্বপ্নের রাত

কাল সারা রাত ছিল স্বপ্নের রাত

সৃতির আকাশে যেনো বহু্দিন পর

মেঘ ভেঙ্গে উঠেছিল পুরনিমা চাঁদ

কাল সারা রাত ছিল স্বপ্নের রাত

কাল সারা রাত ছিল স্বপ্নের রাত

เพิ่มเติมจาก Baby Naznin

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ