menu-iconlogo
huatong
huatong
avatar

কাল সারা রাত ছিলো Kal Sara Rat Chilo

Babylonehuatong
myshellmelhuatong
เนื้อเพลง
บันทึก
কাল সারা রাত ছিলো স্বপ্নেরও রাত

কাল সারা রাত ছিলো স্বপ্নেরও রাত

সৃতির আকাশে যেন বহু দিন পর

মেঘ ভেঙ্গে উঠেছিলো পূণিমা চাঁদ

কাল সারা রাত ছিলো স্বপ্নেরও রাত

কাল সারা রাত ছিলো স্বপ্নেরও রাত

FOLLOW BY HUSSAIN

ঘুম ছিলনা দুটি চোখের পাতায়

মন চিলো তন্ময় কথায় কথায়

ঘুম ছিলনা দুটি চোখের পাতায়

মন চিলো তন্ময় কথায় কথায়

চাঁদ মূখ চাঁদ দেখে কেটে গেলো রাত

কাল সারা রাত ছিলো স্বপ্নেরও রাত

সৃতির আকাশে যেন বহু দিন পর

মেঘ ভেঙ্গে উঠেছিলো পূণিমা চাঁদ

কাল সারা রাত ছিলো স্বপ্নেরও রাত

ঝড় ছিলনা ভীরু স্বজন হাওয়ায়

সুখ ছিলো সারাক্ষন চাওয়া পাওয়ায়

ঝড় ছিলনা ভীরু স্বজন হাওয়ায়

সুখ ছিলো সারাক্ষন চাওয়া পাওয়ায়

সাথী হয়ে কেউ ছিলো হাতে রেখে হাত

কাল সারা রাত ছিলো স্বপ্নেরও রাত

কাল সারা রাত ছিলো স্বপ্নেরও রাত

সৃতির আকাশে যেন বহু দিন পর

মেঘ ভেঙ্গে উঠেছিলো পূণিমা চাঁদ

কাল সারা রাত ছিলো স্বপ্নেরও রাত

เพิ่มเติมจาก Babylone

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ