menu-iconlogo
huatong
huatong
avatar

Veja sondha ojhor bristi

Balamhuatong
scorpioshuatong
เนื้อเพลง
บันทึก

হুম আ আ হা,আ আ হা আ আ

ভেজা সন্ধা অঝোর বৃষ্টি

দুর আকাশে মেঘের প্রতিধ্বনি

বাদলে ঘিরেছে আকাশ বইছে বাতাস

আড়লে দাড়িঁয়ে তুমি আর আমি

হয়নি বলা কোন কথা হয়েছে শুধু অনুভুতি

হয়নি বলা কোন কথা হয়েছে শুধু অনুভুতি

হালকা আঁধার দিচ্ছে ঘিরে

আবছা আলো নিচ্ছে ছুঁয়ে

অল্প করে হোক না শুরু

ভালোবাসা এখনো ভীরু

হালকা আঁধার দিচ্ছে ঘিরে

আবছা আলো নিচ্ছে ছুঁয়ে

অল্প করে হোক না শুরু

ভালোবাসা এখনো ভীরু

অল্প করে হোক না শুরু

ভালোবাসা এখনো ভীরু

হয়নি বলা কোন কথা হয়েছে শুধু অনুভুতি

ডাকছে সময় পিছু বলবে কি মন কিছু

নিবির এই ভালোবাসা জড়ালো কিছু আশা

ডাকছে সময় পিছু বলবে কি মন কিছু

নিবির এই ভালোবাসা জড়ালো কিছু আশা

হয়নি বলা কোন কথা হয়েছে শুধু অনুভুতি

হয়নি বলা কোন কথা হয়েছে শুধু অনুভুতি

ভেজা সন্ধা অঝোর বৃষ্টি

দুর আকাশে মেঘের প্রতিধ্বনি

বাদলে ঘিরেছে আকাশ বইছে বাতাস

আড়লে দাড়িঁয়ে তুমি আর আমি

হয়নি বলা কোন কথা হয়েছে শুধু অনুভুতি

হয়নি বলা কোন কথা হয়েছে শুধু অনুভুতি

เพิ่มเติมจาก Balam

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ