menu-iconlogo
huatong
huatong
banakusum--cover-image

শালুক শালুক ঝিলের জলে

Banakusumhuatong
LoveDropshuatong
เนื้อเพลง
บันทึก
======================

শালুক শালুক ঝিলের জলে

ভ্রমর বাউল দোলে

দোদুল দোদুল মন ময়ুরী

পেখম পেখম খোলে।

শালুক শালুক ঝিলের জলে

ভ্রমর বাউল দোলে

দোদুল দোদুল মন ময়ুরী

পেখম পেখম খোলে।

==============

স্বপ্ন কাহনে

রেখেছি ছোট্ট করে গন্ধ ছড়িয়ে

মুগ্ধ নয়নে

খেলেছি লুকোচুরি লজ্জা জুড়িয়ে

তুমি কি তৃষা হয়ে এসেছ স্বপ্ন লয়ে।

তুমি কি তৃষা হয়ে এসেছ স্বপ্ন লয়ে।

গানেরই মহল মহল ছায়।।

গানেরই মহল মহল ছায়।।

শালুক শালুক ঝিলের জলে

ভ্রমর বাউল দোলে

দোদুল দোদুল মন ময়ুরী

পেখম পেখম খোলে।

===============

দুষ্টু পাখিটি

প্রেমের পিঞ্জিরাতে বন্দি হয়েছে

সপ্ত সুরেতে

মনের অঙ্গিনাতে ঝর্না বয়েছে

তুমি কি সংগোপনে দিলে তো ছন্দ এনে।

তুমি কি সংগোপনে দিলে তো ছন্দ এনে

আমারই লাজুক লাজুক পায়।।

আমারই লাজুক লাজুক পায়

শালুক শালুক ঝিলের জলে

ভ্রমর বাউল দোলে

দোদুল দোদুল মন ময়ুরী

পেখম পেখম খোলে।

শালুক শালুক ঝিলের জলে

ভ্রমর বাউল দোলে

দোদুল দোদুল মন ময়ুরী

পেখম পেখম খোলে।

শালুক শালুক ঝিলের জলে

ভ্রমর বাউল দোলে

দোদুল দোদুল মন ময়ুরী

পেখম পেখম খোলে।

เพิ่มเติมจาก Banakusum

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ