menu-iconlogo
huatong
huatong
avatar

প্রশ্ন - আর্ক হাছান

Bangla Ganer Pakhihuatong
🐦🅱angla🔸🇬aner🔸🅿akhihuatong
เนื้อเพลง
บันทึก
🇧🇩 🅱angla 🇬aner 🅿akhi 🇧🇩

Md. Azizul Haque

প্রশ্ন- আর্ক হাছান

🎶🎵🎶🎵🎶🎵🎶🎵🎶🎵🎶

তুমি নিজে নিজে

প্রশ্ন করে দেখ দুঃখ দিতে

চেয়েছ কৌশলে অভিনয়ে

মেতেছিলে আহা

তুমি ভেবেছিলে পড়বো ভেঙ্গে আমি

এক কথাতেই চূর্ণ হয়ে যাবো

সেই থেকে হায়

এখনো আমি একা

এতদিন পরে ও প্রশ্ন জাগে

শুধুই কি হেরেছি আমি?

হৃদয় ভাঙ্গার সেই নিপুণ খেলায়

একটু কি হারোনি তুমি?

এতদিন পরে ও প্রশ্ন জাগে

শুধুই কি হেরেছি আমি?

হৃদয় ভাঙ্গার সেই নিপুণ খেলায়

একটু কি হারোনি তুমি?

🎶🎵🎶🎵🎶🎵🎶🎵🎶🎵🎶

এখনো রাত কাটে

তোমারই প্রতীক্ষায়

এখনো স্বপ্ন মনে নতুনের বারতায়

একা আমি একা

জীবন মরুভূমি

একা আমি একা

জীবন মরুভূমি ও....

এতদিন পরে ও প্রশ্ন জাগে

শুধুই কি হেরেছি আমি?

হৃদয় ভাঙ্গার সেই নিপুণ খেলায়

একটু কি হারোনি তুমি?

এতদিন পরে ও প্রশ্ন জাগে

শুধুই কি হেরেছি আমি?

হৃদয় ভাঙ্গার সেই নিপুণ খেলায়

একটু কি হারোনি তুমি?

🎶🎵🎶🎵🎶🎵🎶🎵🎶🎵🎶

আবেগে আপ্লুত এ

নিশীত হৃদয়

কাঁদে নির্জনে তবুও

থাকে কিছু সংশয়

একা আমি একা

জীবন মরুভূমি

একা আমি একা

জীবন মরুভূমি ও....

এতদিন পরে ও প্রশ্ন জাগে

শুধুই কি হেরেছি আমি?

হৃদয় ভাঙ্গার সেই নিপুণ খেলায়

একটু কি হারোনি তুমি?

এতদিন পরে ও প্রশ্ন জাগে

শুধুই কি হেরেছি আমি?

হৃদয় ভাঙ্গার সেই নিপুণ খেলায়

একটু কি হারোনি তুমি?

🎶🎵🎶🎵🎶🎵🎶🎵🎶🎵🎶

তুমি নিজে নিজে প্রশ্ন করে দেখ

দুঃখ দিতে চেয়েছ কৌশলে অভিনয়ে

মেতেছিলে আহা....

তুমি ভেবেছিলে পড়বো ভেঙ্গে আমি

এক কথাতেই চূর্ণ হয়ে যাবো

সেই থেকে হায়

এখনো আমি একা... ও..

এতদিন পরে ও প্রশ্ন জাগে

শুধুই কি হেরেছি আমি?

হৃদয় ভাঙ্গার সেই নিপুণ খেলায়

একটু কি হারোনি তুমি?

এতদিন পরে ও প্রশ্ন জাগে

শুধুই কি হেরেছি আমি?

হৃদয় ভাঙ্গার সেই নিপুণ খেলায়

একটু কি হারোনি তুমি?

এতদিন পরে ও প্রশ্ন জাগে

শুধুই কি হেরেছি আমি?

হৃদয় ভাঙ্গার সেই নিপুণ খেলায়

একটু কি হারোনি তুমি?

এতদিন পরে ও প্রশ্ন জাগে

শুধুই কি হেরেছি আমি?

হৃদয় ভাঙ্গার সেই নিপুণ খেলায়

একটু কি হারোনি তুমি?

Md. Azizul Haque

🇧🇩 🅱angla 🇬aner 🅿akhi 🇧🇩

เพิ่มเติมจาก Bangla Ganer Pakhi

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ