menu-iconlogo
huatong
huatong
bangla-songbangla-new-songbangla-folk-songraqibul-hasan-rana-bondhure-koi-pabo-shokhi-go-cover-image

বন্ধুরে কই পাবো সখি গো (Bondhure Koi Pabo shokhi go)

Bangla Song/bangla new song/Bangla Folk song/Raqibul Hasan RaNahuatong
เนื้อเพลง
บันทึก
বন্ধু রে কই পাব সখি গো

বন্ধু রে কই পাব সখি গো

সখি আমারে বলো না

আমার বন্ধু বিনে পাগল মনে

বুঝাই লে বুঝে না

আমার বন্ধু বিনে পাগল

মনে বুঝাই লে বুঝে না

বন্ধু রে কই পাব সখি গো

বন্ধু রে কই পাব সখি গো

সখি আমারে বলো না

আমার বন্ধু বিনে পাগল মনে

বুঝাই লে বুঝে না

আমার বন্ধু বিনে পাগল

মনে বুঝাই লে বুঝে না

সাধে সাধে ঠেকছি ফাঁদে গো

সাধে সাধে ঠেকছি ফাঁদে গো

সখি দিলাম ষোল আনা

সাধে সাধে ঠেকছি ফাঁদে গো

সখি দিলাম ষোল আনা

আমার প্রাণ পাখি উড়ে যেতে

চায় আর ধৈর্য মানে না

আমার প্রাণ পাখি উড়ে

যেতে চায় আর ধৈর্য মানে না

কি আগুন জ্বালাইলা বন্ধে গো

কি আগুন জ্বালাইলা বন্ধে গো

সখি নিভাইলে নিভে না

কি আগুন জ্বালাইলা বন্ধে গো

সখি নিভাইলে নিভে না

জল ঢালিলে দ্বিগুণ জ্বলে

উপায় কি বলো না

হায়রে জল ঢালিলে দ্বিগুণ

জ্বলে উপায় কি বলো না

বাউল আব্দুল করিম বলে গো

ওস্তাদ আব্দুল করিম বলে গো

সখি অন্তরের বেদনা

ওস্তাদ আব্দুল করিম বলে গো

সখি অন্তরের বেদনা

সোনার বরণ রূপের কিরণ

না দেখলে বাচি না

হায়রে সোনার বরণ রূপের কিরণ

না দেখলে বাচি না

বন্ধু রে কই পাব সখি গো

বন্ধু রে কই পাব সখি গো

সখি আমারে বলো না

আমার বন্ধু বিনে পাগল

মনে বুঝাই লে বুঝে না

হায়রে বন্ধু বিনে পাগল

মনে বুঝাই লে বুঝে না

হায়রে প্রাণ পাখি উড়ে যেতে

চায় আর ধৈর্য মানে না

হায়রে সোনার বরণ রূপের কিরণ

না দেখলে বাচি না

เพิ่มเติมจาก Bangla Song/bangla new song/Bangla Folk song/Raqibul Hasan RaNa

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ