menu-iconlogo
huatong
huatong
avatar

Ichecheri Batashe

Bappa Mazumder/Fahmida Nabihuatong
shydurrahman-🎷🎷ABS🎸🎸huatong
เนื้อเพลง
บันทึก
Arranged By Shydur Rahman

ইচ্ছেরই বাতাসে মেঘলা দিন আসে

উতলা এই আমি কার কি যায় আসে

জলে কি হারাবে

বরষায় ঊড়ুউড়ু মন তুমি কি হাত বাড়াবে?

ইচ্ছেরই বাতাসে মেঘলা দিন আসে

উতলা এই আমি কার কি যায় আসে

জলে কি হারাবে

বরষায় ঊড়ুউড়ু মন তুমি কি হাত বাড়াবে?

উতলা এই মন কি ভাবে সারাখন

তুমি কি মনটা বোঝো?

বাহিরে ভিতরে কি যে আগুন জ্বলে

এমনই মন কি খোঁজো

মেঘে মেঘে যে উতলা মনটা

মেঘে মেঘে যে উতলা মনটা

আমিও আছি জেনো সে মেঘেরই আশেপাশে

ইচ্ছেরই বাতাসে মেঘলা দিন আসে

উতলা এই আমি কার কি যায় আসে

জলে কি হারাবে

বরষায় ঊড়ুউড়ু মন তুমি কি হাত বাড়াবে?

শ্রাবণে শ্রাবণে বরষা গোপনে

এসে কি যাবে চলে?

কিসেরই কারনে উড়ে যায় সুধা মন

কখনো দেখা হলে

উড়ে উড়ে মেঘ ভেজাবে মনটা

উড়ে উড়ে মেঘ ভেজাবে মনটা

আমিও আছি জেনো সে মেঘেরই আশেপাশে

ইচ্ছেরই বাতাসে মেঘলা দিন আসে

উতলা এই আমি কার কি যায় আসে

জলে কি হারাবে

বরষায় ঊড়ুউড়ু মন তুমি কি হাত বাড়াবে?

ইচ্ছেরই বাতাসে মেঘলা দিন আসে

উতলা এই আমি কার কি যায় আসে

জলে কি হারাবে

বরষায় ঊড়ুউড়ু মন তুমি কি হাত বাড়াবে?

Arranged By Shydur Rahman

เพิ่มเติมจาก Bappa Mazumder/Fahmida Nabi

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ