menu-iconlogo
huatong
huatong
avatar

Jiboner Eto Gulo Din

Bappi Lahiri/S. Janakihuatong
ms_keletihuatong
เนื้อเพลง
บันทึก
জীবনের এতো গুলো দিন

কেটে গেলো একা একা

তুমি কেন আগে আসোনি

আগে কেন দাওনি দেখা

জীবনের এতো গুলো দিন

কেটে গেলো একা একা

তুমি কেন আগে আসোনি

আগে কেন দাওনি দেখা

পৃথিবীতে ভালোবাস বার

সময় যে অল্প ভারী

শুধু শুধু এতোটা সময়

হারালো যে দোষে তোমারি

আগে এলে তোমাকে নিয়ে

হতো আরো গল্প লিখা

তুমি কেন আগে আসোনি

আগে কেন দাওনি দেখা

জীবনের এতো গুলো দিন

কেটে গেলো একা একা

তুমি কেন আগে আসোনি

আগে কেন দাওনি দেখা

জীবন যে কতো দিনের

সে কই দিন ভালবেসে যাও

দু,জনাতে হও একাকার

সাগরের স্রোতে ভেসে যাও

একে রঙে হকনা রঙিন

দু,জনারি সপনো রেখা

তুমি কেন আগে আসোনি

আগে কেন দাওনি দেখা

জীবনের এতো গুলো দিন

কেটে গেলো একা একা

তুমি কেন আগে আসোনি

আগে কেন দাওনি দেখা

เพิ่มเติมจาก Bappi Lahiri/S. Janaki

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ

Jiboner Eto Gulo Din โดย Bappi Lahiri/S. Janaki – เนื้อเพลง & คัฟเวอร์