menu-iconlogo
huatong
huatong
avatar

আমি তোমার জন্যে কাঁদি

Baul Sukumarhuatong
secretalienhuatong
เนื้อเพลง
บันทึก

আমি তোমার জন্যে কাঁদি

তোমার মন কি কাঁদে না?

আমি তোমার জন্যে কাঁদি

তোমার মন কি কাঁদে না?

কাঁদালে কাঁদিতে হবে

তাও কি তুমি জানো না?

তোমার মন কি কাঁদে না?

আমি তোমার জন্যে কাঁদি

তোমার মন কি কাঁদে না?

আমি তোমার জন্যে কাঁদি

তোমার মন কি কাঁদে না?

বন্ধু তোমায় বেসে ভালো...

আমার এ কি জ্বালা হলো

বন্ধু তোমায় বেসে ভালো...

আমার এ কি জ্বালা হলো

কাঁদিতে জনম গেল

কাঁদিতে জনম গেল

আর কাঁদিতে পারিনা

তোমার মন কি কাঁদে না?

আমি তুমার জন্যে কাঁদি

তোমার মন কি কাঁদে না?

আমি তুমার জন্যে কাঁদি

তোমার মন কি কাঁদে না?

আমার মতন কয়জন বলো....

বাসবে তোমায় এতো ভালো

আমার মতন কয়জন বলো....

বাসবে তোমায় এতো ভালো

সুবাস ছাড়া ফুলে বন্ধু

সুবাস ছাড়া ফুলে বন্ধু

মন তো কারো গোলে না

তোমার মন কি কাদে না?

আমি তুমার জন্যে কাদি

তোমার মন কি কাঁদে না?

আমি তুমার জন্যে কাদি

তোমার মন কি কাঁদে না?

যে আগুনে জ্বলছি আমি....

সেই আগুনে জ্বলবে তুমি

যে আগুনে জ্বলছি আমি....

সেই আগুনে জ্বলবে তুমি

নিজের ভুলে কাঁদবে সেদিন

নিজের ভুলে কাঁদবে সেদিন

পাশে তো কেউ থাকবে না

তুমার মন কি কাঁদে না?

আমি তোমার জন্যে কাঁদি

তোমার মন কি কাঁদে না?

আমি তোমার জন্যে কাঁদি

তোমার মন কি কাঁদে না?

আমি তোমার জন্যে কাঁদি

তোমার মন কি কাঁদে না?

เพิ่มเติมจาก Baul Sukumar

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ