menu-iconlogo
huatong
huatong
avatar

Bare Bare Ar Asa Hobe Na

Baul Sukumarhuatong
Ⲏᴇⲗⲧ𖢵ꓓⲉⲙⲟⲛhuatong
เนื้อเพลง
บันทึก
তুমি ভেবেছ কি মনে,,,,,

এই এিভুবনে,

তুমি ভেবেছ কি মনে,,,,,

এই এিভুবনে,

তুমি যাহা করে,,,গেলে

কেউ তো জানে না...

বারে বারে আর আসা হবে না,

এমন ও সাধের জনম,

এমন ও মানব জনম,

আর পাবে না...

বারে বারে আর আসা হবে না,

বারে বারে আর আসা হবে না।

তুমি যাহা করে গেলে

আসিয়া হেথায়,,,,,

চিত্রগুপ্ত লিখিয়ে

ভরিলেন খাতায়।

তুমি যাহা করে গেলে

আসিয়া হেথায়,,,,,

চিত্রগুপ্ত লিখিয়ে

ভরিলেন খাতায়।

তোমার বিচার করিবে

সেই বিধাতায়,

তোমার বিচার করিবে

সেই বিধাতায়

তাহার কাছে ফাঁকিজুঁকি

কিছু চলে না...

বারে বারে আর আসা হবে না,

এমন ও সাধের জনম,

এমন ও মানব জনম

আর পাবে না

বারে বারে আর আসা হবে না,

বারে বারে আর আসা হবে না।

তুমি যাহা বদনে

করনাই প্রকাশ,,,,,

অপ্রকাশ তাহার কাছে

কি যে সর্বনাশ।

তুমি যাহা বদনে

করনাই প্রকাশ,,,,,

অপ্রকাশ তাহার কাছে

কি যে সর্বনাশ।

জুড়িয়া রয়েছে হৃদয় আকাশ,

জুড়িয়া রয়েছে হৃদয় আকাশ,

মানুষের কুলে আর

কালি দিও না...

বারে বারে আর আসা হবে না,

এমন ও সাধের জনম,

এমন ও মানব জনম,

আর পাবে না

বারে বারে আর আসা হবে না,

বারে বারে আর আসা হবে না।

সাবধানে চল মন

হও হুঁশিয়ার,,,,,

তোমার বেলা বয়ে যায়

আসে অন্ধকার।

সাবধানে চল মন

হও হুঁশিয়ার,,,,,

তোমার বেলা বয়ে যায়

আসে অন্ধকার।

মানুষ রুপে দেবতা

হয় অবতার,

মানুষ রুপে দেবতা

হয় অবতার,

ভবা কহে,

ভবা কহে চোখ মেলে

চেয়ে দেখ না...

বারে বারে আর আসা হবে না।

বারে বারে আর আসা হবে না।

তুমি ভেবেছ কি মনে,

এই এিভুবনে,

ভেবেছ কি মনে,

এই এিভুবনে,

তুমি যাহা করে গেলে

কেউ তো জানে না

বারে বারে আর আসা হবে না।

বারে বারে আর আসা হবে না।

বারে বারে আর আসা হবে না।

เพิ่มเติมจาก Baul Sukumar

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ

Bare Bare Ar Asa Hobe Na โดย Baul Sukumar – เนื้อเพลง & คัฟเวอร์