স্বপ্ন ঘুম
বে অফ বেংগল
রয়ে যাবে অনেক স্বপ্নঘুম
জমবে না আর বোঝাপড়া
ফিরবে ঘরে একলা মন
গোপনের নিঝুম বৃষ্টি ঝরা
বহুদূর পেরিয়ে চলে যাই, স্মৃতি হাতড়াই
তুমি নাই কতদূর..
আর কতদূর সে পথ চলে গেছে অজানায়
বদলে কি গেছে তোমার আমার ঠিকানাটাই
ও.. ঠিকানাটাই
আমার মনের শেষটা যায় না দেখা
তোমাকেও হয়নি পুরোটা লেখা
বলে যায়, দু'চোখ শোনে না
শুধু চোখের দেখাটাই..
বহুদূর পেরিয়ে চলে যাই, স্মৃতি হাতড়াই
তুমি নাই কতদূর..
আর কতদূর সে পথ চলে গেছে অজানায়
বদলে কি গেছে তোমার আমার ঠিকানাটাই
ও.. ঠিকানাটাই
ভেবে তোমায় ঝরে যদি নোনাজল
ডুবে যাই গভীরে স্মৃতির অতল
থেমে যাই, এই পথ পুরনো
ফিরে পাই, বুজে চোখ আর তাই..
বহুদূর পেরিয়ে চলে যাই, স্মৃতি হাতড়াই
তুমি নাই কতদূর..
আর কতদূর সে পথ চলে গেছে অজানায়
বদলে কি গেছে তোমার আমার ঠিকানাটাই
ও.. ঠিকানাটাই