menu-iconlogo
huatong
huatong
avatar

Amar To Keo Ney Tumi Chara

Belal Khan/Nodihuatong
sideslidincowpokehuatong
เนื้อเพลง
บันทึก
আমার তো কেউ নেই তুমি ছাড়া

তোমার প্রেমে মন দিশেহারা

আমার আকাশের নীলে নীলে

তুমি নামের শুধু জ্বলে তারা

যদি কোনোদিন হই তুমিহীন

চোখে নামবে খুব শ্রাবণধারা

ও, যদি কোনোদিন হই তুমিহীন

চোখে নামবে খুব শ্রাবণধারা

আমার তো কেউ নেই তুমি ছাড়া

তোমার প্রেমে মন দিশেহারা

আমার আকাশের নীলে নীলে

তুমি নামের শুধু জ্বলে তারা

আবেগী উঠোনে তোমার হাওয়া

রোদ্দুর ছুঁয়ে যায় আমাকে

বলে যায় মন শুধু বারেবার

তোমার মতো ভালোবাসবে কে?

আবেগী উঠোনে তোমার হাওয়া

রোদ্দুর ছুঁয়ে যায় আমাকে

বলে যায় মন শুধু বারেবার

তোমার মতো ভালোবাসবে কে?

হৃদয়ে ডুবে যাও, যেভাবে তুমি চাও

করে দাও পাগলপারা

আমার তো কেউ নেই তুমি ছাড়া

তোমার প্রেমে মন দিশেহারা

আমার আকাশের নীলে নীলে

তুমি নামের শুধু জ্বলে তারা

জমানো সুখেরা তোমার নামে

আরো সুখে সুখে মেতেছে

চাওয়া-পাওয়াতে শুধু আমি

তোমার মতো আপন কে আছে?

জমানো সুখেরা তোমার নামে

আরো সুখে সুখে মেতেছে

চাওয়া-পাওয়াতে শুধু আমি

তোমার মতো আপন কে আছে?

হৃদয়ে ডুবে যাও, যেভাবে তুমি চাও

করে দাও পাগলপারা

เพิ่มเติมจาก Belal Khan/Nodi

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ