menu-iconlogo
logo

Bhalobashi Hoyni Bola

logo
เนื้อเพลง
ভালবাসি হয়নি বলা, তবু ভালবাসি

পাশাপাশি হয়নি চলা, তবু পাশাপাশি

তোমায় নিয়ে ফুলে ফুলে

স্বপ্ন উড়াই, আকাশ নীলে,,

তোমাতে বিভোর থাকি,,

আমি বারো মাসই

ভালবাসি হয়নি বলা, তবু ভালবাসি

পাশাপাশি হয়নি চলা, তবু পাশাপাশি,

নতুন এবং আনকমন গান পেতে

সূর্য হয়ে ছড়াও তুমি

মিষ্টি রোদের আলো

এক নিমিষেই, দাও সরিয়ে

আমার আঁধার কালো,,

সূর্য হয়ে ছড়াও তুমি

মিষ্টি রোদের আলো

এক নিমিষেই, দাও সরিয়ে

আমার আঁধার কালো

দুঃখগুলো তোমার ছোঁয়ায়

হয় যে পরবাসী

ভালবাসি হয়নি বলা, তবু ভালবাসি

পাশাপাশি হয়নি চলা, তবু পাশাপাশি

হে হে হে, হে হে হে,,

হে হে হে হে হে হে

হে হে হে হে হে হে

হে হে হে হে হে হে

একটু শীতল ছায়া তুমি

ক্লান্ত পথের শেষে

হাত বাড়িয়ে ডাকো আমায়

ঘুম পাড়ানির দেশে,,

একটু শীতল ছায়া তুমি

ক্লান্ত পথের শেষে

হাত বাড়িয়ে ডাকো আমায়

ঘুমপাড়ানির দেশে

তুমি আছো দু'চোখে তাই

স্বপ্ন রাশি রাশি

ভালবাসি হয়নি বলা, তবু ভালবাসি

পাশাপাশি হয়নি চলা, তবু পাশাপাশি

তোমায় নিয়ে ফুলে ফুলে

স্বপ্ন উড়াই, আকাশ নীলে

তোমাতে বিভোর থাকি

আমি বারো মাসই,

ভালবাসি হয়নি বলা, তবু ভালবাসি

পাশাপাশি হয়নি চলা, তবু পাশাপাশি...

প্লিজ লাইক দিস সং

অল দ্যা বেস্ট

Bhalobashi Hoyni Bola โดย Belal Khan – เนื้อเพลง & คัฟเวอร์