menu-iconlogo
logo

Se Je Moner Manush

logo
เนื้อเพลง
সে যে মনের মানুষ, কেন তারে বসিয়ে রাখিস?

সে যে মনের মানুষ, কেন তারে বসিয়ে রাখিস নয়নদ্বারে?

সে যে মনের মানুষ, কেন তারে বসিয়ে রাখিস?

ডাক না রে তোর বুকের ভিতর, নয়ন ভাসুক নয়নধারে

সে যে মনের মানুষ, কেন তারে বসিয়ে রাখিস নয়নদ্বারে?

সে যে মনের মানুষ, কেন তারে বসিয়ে রাখিস?

যখন নিভবে আলো

যখন নিভবে আলো, আসবে রাতি

হৃদয়ে দিস আসন পাতি রে

আসবে সে যে সঙ্গোপনে বিচ্ছেদেরই অন্ধকারে

সে যে মনের মানুষ, কেন তারে বসিয়ে রাখিস নয়নদ্বারে?

সে যে মনের মানুষ, কেন তারে বসিয়ে রাখিস?

তার আসা-যাওয়ার গোপন পথে

সে আসবে যাবে আপন মতে

তার আসা-যাওয়ার গোপন পথে

সে আসবে যাবে আপন মতে

তারে বাঁধবে বলে যেই করো পণ সে থাকে না, থাকে বাঁধন রে

তারে বাঁধবে বলে যেই করো পণ সে থাকে না, থাকে বাঁধন রে

সেই বাঁধনে মনে মনে বাঁধিস কেবল আপনারে

সে যে মনের মানুষ, কেন তারে বসিয়ে রাখিস নয়নদ্বারে?

সে যে মনের মানুষ, কেন তারে বসিয়ে রাখিস?

ডাক না রে তোর বুকের ভিতর, নয়ন ভাসুক নয়নধারে

সে যে মনের মানুষ, কেন তারে বসিয়ে রাখিস?

Se Je Moner Manush โดย Bikram Singh – เนื้อเพลง & คัฟเวอร์