menu-iconlogo
huatong
huatong
bindu-kona-amar-bondhure-cover-image

Amar Bondhure

Bindu Konahuatong
pearlsstarzhuatong
เนื้อเพลง
บันทึก
আপনারা দেখছেন একুশে টেলিভিশন

বন্ধুরে কই পাবো, সখী গো?

ও সখী, আমারে বলো না

আমার বন্ধু বিনে পাগল মনে

বুঝাইলে বোঝে না

বন্ধুরে কই পাবো, সখী গো?

বন্ধুরে কই পাবো, সখী গো?

সখী আমারে বলো না

বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বোঝে না

আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বোঝে না

সাধে সাধে ঠেকছি ফাঁদে গো

সাধে সাধে ঠেকছি ফাঁদে গো

সখী, দিলাম ১৬ আনা

প্রাণপাখি উড়ে যেতে চায়, আর ধৈর্য মানে না

হায় গো, প্রাণপাখি উড়ে যেতে চায়, আর ধৈর্য মানে না

কী আগুন জ্বালাইলো বন্ধে গো

কী আগুন জ্বালাইলো বন্ধে গো

সখী, নিভাইলে নিভে না

জল ঢালিলে দ্বিগুণ জ্বলে, উপায় কী বলো না

হায় গো, জল ঢালিলে দ্বিগুণ জ্বলে, উপায় কী বলো না

বাউল আব্দুল করিম বলে গো

ওস্তাদ আব্দুল করিম বলে গো

সখী, অন্তরের বেদনা

সোনার বরন রুপের কিরণ না দেখলে বাঁচি না

হায় গো, সোনার বরন রুপের কিরণ না দেখলে বাঁচি না

বন্ধুরে কই পাবো, সখী গো?

বন্ধুরে কই পাবো, সখী গো?

সখী আমারে বলো না

বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বোঝে না

আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বোঝে না

আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বোঝে না

আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বোঝে না

เพิ่มเติมจาก Bindu Kona

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ