menu-iconlogo
huatong
huatong
avatar

Blues & Rod - Black

Black ( Bangladesh )huatong
Bd_Rockstarhuatong
เนื้อเพลง
บันทึก
স্পর্শ নয় মৌনতা নয় পাশাপাশি থাকা

মাটির গভীরে মাটি, আর জলের গভীরে জল

কাব্য নয়, রাত জাগা নয়, পাশাপাশি হাঁটা

রোদের ভেতরে রোদ

ক্রোধের ভেতরে ক্রোধ

রোদের ভেতরে রোদ

ক্রোধের ভেতরে ক্রোধ

এ রকম ভালোবাসায় বিশ্বাসী নও তুমি

অথচ তোমাকে, আজ দেখি এই আমি

অজস্র, ছায়ার পাশে দাঁড়িয়ে,

কী যেন খুঁজছো

রোদের ভেতরে রোদ

ক্রোধের ভেতরে ক্রোধ

রোদের ভেতরে রোদ

ক্রোধের ভেতরে ক্রোধ

----Guitar Solo----

রোদের ভেতরে রোদ

ক্রোধের ভেতরে ক্রোধ

রোদের ভেতরে রোদ

ক্রোধের ভেতরে ক্রোধ

রোদের ভেতরে রোদ

ক্রোধের ভেতরে ক্রোধ

রোদের ভেতরে রোদ

ক্রোধের ভেতরে ক্রোধ

ক্রোধ------

อาจถูกใจคุณ